সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট-তামাবিল সড়কের ইসলামপুরে (মেজরটিলা) হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। সে সময় ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় স্কলার্সহোমের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সরোয়ার আহমদ (২০) ইসলামপুরের দীপিকা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি সিলেট সরকারি কলেজে ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অনিক নামের তার আরেক সহযাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতে আসা যাত্র্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-০৭৪৭) স্কলার্সহোমের সামনে পালসার মোটরসাইকেলে (সিলেট-ল-১১-২৯৮৫) চাপা দিলে ঘটনাস্থলে সরোয়ারের মৃত্যু হয়। আহত অনিককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর থেকে স্থানীয়রা সড়ক অবরোধ করে রাখে। এ ব্যাপারে কথা বলতে মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেনের মোবাইল নাম্বারে কল দিলে তা বন্ধ পাওয়া যায়; যে কারণে কোন বক্তব্য পাওয়া যায়নি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd