সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা। গত শনিবার রাতে মেহেরিমা নামের ছয় মাসের ওই শিশু মারা যায়।
মারা যাওয়া শিশুর স্বজন ফজলুর রহমান জানান, বালুচর এলাকার শাহজান মিয়ার শিশুকন্যা মেহেরিনা নিউমিনিয়ায় আক্রান্ত হলে গত শনিবার সন্ধ্যায় নগরীর তালতলা এলাকার পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরই তাকে অক্সিজেনের মাক্স পড়িয়ে দেন চিকিৎসকরা। অক্সিজেন লাগানোর পরই মেহেরিমার খিচুনি ওঠে। এর কিছুক্ষণ পর সে মারা যায়।
ফজলুর রমান জানান, খিচুনি ওঠার পর চিকিৎসক ও সেবিকাকে খুঁজতে গেলে হাসপাতালে কোনো চিকিৎসক ও সেবিকা পাওয়া যায়নি। কর্মকর্তাদের কেউও ছিলেন না। তাঁর অভিযোগ, অক্সিজেন মাক্স ভূলভাবে পড়ানোর কারণেই ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মৃত্যুর পর হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায় রোগীর স্বজনরা। তারা হাসপাতালের বিভিন্ন কক্ষের গ্লাস, জানালা ও চেয়ার-টেবিল ভাংচুর করে।
পার্কভিউ হাসপাতালের উপ পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য শিশু মৃত্যর ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, রোগীর স্বজনদের অভিযোগে বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে কারো গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd