সিলেট ৪-আসনে ৬ষ্ট বার নির্বাচিত এম.পি ইমরানকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

সিলেট ৪-আসনে ৬ষ্ট বার নির্বাচিত এম.পি ইমরানকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী

Manual3 Ad Code

মনজুর আহমদ :: আগামী ১০ জানুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সাংসদদের নামের গেজেট প্রকাশের পর গত বৃহস্পতিবার নির্বাচিত সাঙসদরা শপথ গ্রহণ করেছেন। সরকার গঠনের সকল প্রক্রিয়া ১০ই জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে। ইতি মধ্যে নতুন সরকার গঠনের আগেই মন্ত্রী পরিষদ থেকে কি চমক আসছে, কে কে মন্ত্রী পরিষদে যুক্ত হচ্ছেন, বাদ পড়ছেন কে, নতুন বা কারাই যুক্ত হচ্ছেন, কে কোন দফতরের দায়িত্বে থাকবেন তা নিয়ে যেন সারা দেশেই আলোচনার ঝড় বইছে। সিলেট-৪ আসনে ৬ষ্ট বার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ ইমরান আহমদের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে আলোচনায় এসেছে। ছয়বারের এ সফল সাংসদকে মন্ত্রী পরিষদে দেখার জন্য অনেকেই অধির আগ্রহে প্রহর গুণছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই ইমরান আহমদকে মন্ত্রী হিসেবে দেখার জন্য অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করে জোরালো দাবি জানিয়ে আসছেন। একাধিক লোকজন ফেসবুক ওয়ালে লিখেন, সময়ের দাবী একটাই, ইমরান আহমদ এমপি সাহেব কে মন্ত্রী হিসেবে দেখতে চাই। অনেকেই ফেসবুকে পোস্ট করে এরকম দাবি জানাচ্ছেন।

Manual4 Ad Code

ইমরান আহমদ সিলেট-৪ আসন থেকে ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ষ্ট বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই সাথে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরি সভাপতির দায়িত্বও সঠিকভাবে পালন করেছেন। অনেক মানুষই জানিয়েছেন, ইমরান আহমদের জনপ্রিয়তা যেন দল, মত সব কিছুরই উর্ধ্বে। তিনি সফল একজন সংসদ সদস্য। আমাদের সুখে-দুঃখে সব সময় তাকে কাছে পেয়েছি। তিনি যেভাবে নিরলসভাবে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন সে হিসেবে এবার তিনি মন্ত্রীত্ব পাওয়ার দাবিদার। মন্ত্রীর দায়িত্ব পালনে সব রকমের মেধা তার কাছে বিদ্যমান। আছে সক্ষমতা, মেধা আর সততার মাপকাঠি। যুবলীগ নেতা গোলাম সারওয়ার জানান, এমপি ইমরান আহমদ একজন সৎ ও যোগ্য এমপি। তিনি তার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন করেছেন। তিনি এবার মন্ত্রীত্ব পেলে সিলেট-৪ আসনের মতো সারা দেশেই ধারাবাহিক উন্নয়ন করে যাবেন। জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে জানান, ইমরান আহমদ আওয়ামী লীগের প্রবীণ একজন রাজনীতিবিদ। তিনি সব দলের নেতাকর্মীদের কাছে বিশ্বস্থ একজন জন প্রতিনিধি। তার মতো লোক মন্ত্রী সভায় আসলে দেশের অনেক মঙ্গল হবে। আমরা চাই ইমরান আহমদের মতো এরকম সৎ ও নির্লোভ এমপিরাই মন্ত্রীত্ব পেয়ে দেশকে সঠিক ভাবে এগিয়ে নিয়ে যাক। উপজেলা আওয়ামীলগ’র সভাপতি মোহাম্মদ ইব্রাহিম জানান, মন্ত্রীত্ব পাওয়ার সব রকমের যোগ্যতা ইমরান আহমদের কাছে আছে। তাকে সৎ ও ভালো মানুষ হিসেবে সবাই চিনি। তিনি মন্ত্রীত্ব পেলে দেশের অনেক উন্নয়ন হবে। নেত্রী যদি চান তাহলে এবার তিনি মন্ত্রীত্ব পদ পেতে পারেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..