মন্ত্রিত্ব নিচ্ছে না জাতীয় পার্টি

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৯

মন্ত্রিত্ব নিচ্ছে না জাতীয় পার্টি

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : একাদশ জাতীয় সংসদে অবশেষে জাতীয় পার্টিই হচ্ছে প্রধান বিরোধী দল। সংসদে বিরোধীদলীয় নেতা হবেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। দলের কোনো সদস্য মন্ত্রী হবেন না।

শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে রয়েছে জাতীয় পার্টি। দলটি সরকারে না বিরোধী দলে থাকবে তা নিয়ে গত চার দিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ছিল।

বিষয়টি নিয়ে জাতীয় পার্টি একাধিক বৈঠক করলেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। অবশেষে আজ দলের চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন।

Manual1 Ad Code

বিবৃতিতে এরশাদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক ও দেশবাসীর উদ্দেশে তিনি জানাচ্ছেন- একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির সংসদবিষয়ক দলের সভাপতি হিসেবে তিনি হবেন বিরোধী দলের নেতা। পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বিরোধীদলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

Manual2 Ad Code

বিবৃতিতে এরশাদ জানান, তার দলের কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না।

Manual4 Ad Code

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত ২৯৮ আসনের ফল অনুসারে, জোটগতভাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন। বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে সাত আসন।

Manual5 Ad Code

আলাদাভাবে আওয়ামী লীগ ২৫৭টি, জাতীয় পার্টি ২২, বিএনপি ৫, ওয়ার্কার্স পাটি ৩, স্বতন্ত্র ৩, জাসদ ২, বিকল্পধারা ২, গণফোরাম ২, জেপি একটি ও তরিকত ফেডারেশন একটি করে আসন পেয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..