স্বামী নিখোঁজ, তিন মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন আনজিরা

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

স্বামী নিখোঁজ, তিন মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন আনজিরা

Manual2 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার মো. হেদায়েত শেখ (৭৫) গত ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দিনমজুর হেদায়েত শেখ কৃষি কাজ করে ৬ সদস্যের সংসার চালাতেন।

হেদায়েত শেখের গ্রামের বাড়িতে দেখা যায়, নবগঙ্গা নদীর পাড়ে জরাজীর্ণ কাঁচা ঘরে হেদায়েত শেখের স্ত্রী আনজিরা বেগম (৪৫) তিন মেয়ে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। একমাত্র ছেলে জীবিকার জন্য গ্রামের বাইরে আছে। খেয়ে না খেয়ে দিন কাটছে হেদায়েত শেখের স্ত্রী ও তিন মেয়ের।

খোঁজ নিয়ে জানা যায়, ১৩ ডিসেম্বর হেদায়েত শেখ বাড়ির পাশের দেওয়াডাঙ্গা খেয়াঘাট পার হয়ে নবগঙ্গা নদীর ওপারে যান। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি তিনি।

Manual6 Ad Code

জেলা পরিষদের কর্মচারী দেওয়াডাঙ্গা খেয়াঘাটের বাসিন্দা কাজল বলেন, ওই দিন হেদায়েত শেখকে নদী পার হতে দেখে আমি জানতে চাইলাম, কোথায় যাচ্ছেন? তিনি বললেন, খুলনায় তেল আনতে যাচ্ছি। এরপর দেখা পাইনি তার।

Manual6 Ad Code

হেদায়েত শেখের স্ত্রী আনজিরা বেগম বলেন, আমার মেয়েদের নিয়ে ১৩ ডিসেম্বর এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যাই। আমার স্বামী আমাদের সঙ্গে না গিয়ে সেদিন বাড়িতে ছিলেন। আত্মীয়ের বাড়ি থেকে ফিরে এসে আর স্বামীর দেখা পাইনি। ২২ দিন ধরে তার কোনো খোঁজ নেই। শিশু সন্তানদের নিয়ে অসহায় হয়ে কষ্টে জীবনযাপন করছি। আমি আমার স্বামীকে ফেরত চাই। কেউ যদি আমার স্বামীকে খুঁজে পান তাহলে নড়াইল জেলার কালিয়া উপজেলার নোয়াগ্রাম আমাদের বাড়িতে পৌঁছে দিন।

Manual8 Ad Code

এ ব্যাপারে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমার কাছে কেউ অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..