সুনামগঞ্জের তিন এমপি’র হ্যাট্রিক,মন্ত্রী সভায় ঠাঁই পাবেন তৃনমূলের আশা

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

সুনামগঞ্জের তিন এমপি’র হ্যাট্রিক,মন্ত্রী সভায় ঠাঁই পাবেন তৃনমূলের আশা

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ৫টি আসনের মধ্যে ৩টিতেই গত ৩০ডিসেম্বর রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের ব্যানারে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে হ্যাট্রিক করেছেন আ,লীগের তিন প্রার্থীরা। তারা হলেন,জেলার আ,লীগের এম এ মান্নান মোয়াজ্জেম হোসেন রতন,মুহিবুর রহমান মানিক। সুনামগঞ্জের নির্বাচনী নিজ নিজ এলাকায় তারা উন্নয়নের রুপকার হিসেবে পরিচিত। তাদের অনুসারীসহ সবাই মনে করছেন টানা তৃতীয় বারের মত নির্বাচিত হওয়ায় এবার মন্ত্রীসভায় ঠাঁই পাবেন তৃনম‚লের জনপ্রিয় এই তিন নেতা।

Manual1 Ad Code

সুনামগঞ্জ-১(তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা)আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন মোয়াজ্জেম হোসেন রতন। তিনি পেয়েছেন ২৬৪০২৪ভোট। এর আগে ২০০৮,২০১৪ সালেন নবম ও দশম নির্বাচনে টানা দুই বার জয়ী হয়েছিলেন রতন। তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা আসনে নেতাকর্মী ও সমর্থকরা অনেক খুশি।

সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-দক্ষিণসুনামগঞ্জ)আসনে তৃতীয় বারের মত জয়ী হয়েছেন এম এ মান্নান। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মান্নান নৌকা প্রতীকে প্রবাসী অধ্যুষিত এই আসনটিতে পেয়েছেন ১৬৩১৪৯ভোট। এর আগে মান্নান ২০০৮ ও ২০১৪ সালে নির্বাচিত হয়েছিলেন তিনি। এই সাংসদের জয়ে উল্লাসিত জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের সাধারণ মানুষ।

Manual5 Ad Code

সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারা)আসনে টানা তৃতীয়বারের মত জয়ী হয়েছেন মুহিবুর রহমান মানিক। নৌকা প্রতীকে মানিক পেয়েছেন ২২০৪২৮ভোট। তৃনমূলের জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত মানিক এর আগে ২০০৮ ও ২০১৪ সালেও সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬সালেও আ,লীগের টিকেটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

তাহিরপুর উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন,উপজেলার উত্তর বড়দল যুবলীগ সভাপতি মাসুক মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জুমুর কৃষ্ণ তালুকদার বলেন,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত দেশের সর্ববৃহৎ সেতু তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে হিন্দু-মুসলিম দুই ধর্মের দুই সাধকের নামে। এই সেতুটি সম্পূর্ন নির্মান হলে পুরো সীমান্ত সরাসরি যোগাযোগের আওতায় আসবে। যা জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা উন্নয়নের নেত্রী শেখ হাসিনা বার বার যাদের মূল্যায়ন করে দলীয় সমর্থন দিয়েছেন তার ফল স্বরুপ তারাও এলাকায় নেত্রীর নির্দেশনায় ব্যাপক উন্নয়ন করেছেন আর এবার বিপুল ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার সম্মান রেখেছেন আশা করি এবার মন্ত্রীত দিবেন।

Manual6 Ad Code

জেলা আ,লীগের সহ-সভাপতি মানিক উপজেলা পরিষদ চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। জেলা আ,লীগ সদস্য নিজাম উদ্দিনসহ জেলার সচেতন মহল মনে করেন,টানা তৃতীয় বারের মত নির্বাচিত হওয়ায় এবার মন্ত্রীসভায় ঠাঁই পাবার আশা করছি তৃনম‚লের জনপ্রিয় এই তিন নেতাগন। কারন শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুৎ ও যোগাযোগ খাতেও মাইল ফলক উন্নয়ন করেছেন জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এমপিগন। আমরা চাইব তিন বারের নির্বাচিত এমপি ও নিজ নিজ এলাকায় জনপ্রিয় যোগ্য এই নেতাদের জননেত্রী,উন্নয়নের নেত্রী এবার জাতীয় সংসদে মন্ত্রীত দিবেন এটা সুনামগঞ্জজেলাবাসীর দাবী।

সুনামগঞ্জ জেলা আ,লীগের কৃষি বিষয়ক সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল বলেন,সুনামগঞ্জ-সিলেট সড়ক প্রশস্ত করণের জন্য প্রায় শত কোটি টাকায় কাজ শুরু হয়েছে। একনেকে অনুমোদন লাভ করেছে ছাতকে সুরমা নদীর উপর বন্ধ থাকা সুরমা সেতুর কাজ। ছাতক-সুনামগঞ্জ রেললাইন প্রকল্পটিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পেয়ে অগ্রাধিকার প্রকল্পে রয়েছে। প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুল সরকারিকরণসহ একটি করে কলেজও সরকারিকরণ করেছেন জননেত্রী শেখ হাসিনার প্রিয় তিন বারের নির্বাচিত এমপিদের চেষ্টায়। আশা করি তিন বারে নির্বাচিত এমপিগনকে এবার মন্ত্রী সভায় টায় দিয়ে সুনামগঞ্জবাসীকে সম্মানীত করবেন জননেত্রী শেখ হাসিনা।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..