বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনে মহাজোটের প্রার্থী জাপা নেতা এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার লাঙ্গল প্রতীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়াই এবারে সিলেটের বিশ্বনাথে পোষ্টার সাঁটানো হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গত ১৭ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথে সিলেট ২ আসনের মহাজোট প্রার্থীকে আট হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রচার কাজে ব্যবহৃত মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার লাঙল প্রতীকের পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করার অভিযোগে এ জরিমানা আদায় করা হয়। গতকাল সোমবার উপজেলা সদরসহ বিভিন্নস্থানে প্রধানমন্ত্রীর ছবি ছাড়াই পোষ্টার সাঁটানো হয়েছে। গতকাল সোমবার উপজেলার বিভিন্নস্থানে এ পোষ্টারগুলো দেখা যায়।
এব্যাপারে উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক একে এম দুলাল বলেন, প্রথমে প্রধানমন্ত্রীর ছবিসহ এলাকায় পোষ্টার সাটানো হয়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছাড়াই জাতীয় পার্টির চেয়ারম্যান ও দলের প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ এর ছবি দিয়ে পোষ্টার সাটানো হয়েছে।
Sharing is caring!