তাহিরপুরে বিএনপির দুই নেতা আটক

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

তাহিরপুরে বিএনপির দুই নেতা আটক

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নাশকতার মামলায় সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আবুল কালাম আজাদ ও তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক চাঁন মিয়া মাষ্টারকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার(২৪,১২,১৮)রাত ৮টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার থেকে বাদাঘাট পুলিশ ফাড়িঁর এসআই মনির হোসেন নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আবুল কালাম আজাদ ও তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক চাঁন মিয়া মাষ্টারকে আটক করে তাহিরপুর থানায় সোপর্দ করে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর রাতে জানান,নাশকার মামলায় তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে। নাশকতার মামলা থাকলেও আটক দুজনের বিরোদ্ধে নাম উল্লেখ করে কোন মামলা নেই বলে দাবী করে এই আটকের ঘটনায় সুনামগঞ্জ ও তাহিরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্ধ ক্ষোব প্রকাশ করেছেন। তারা আরো বলেন,নির্বাচনে বিএনপিকে দূরে রাখতেই বিভিন্ন স্থানে পুলিশ নেতাকর্মীদের আটক করছে। যাতে বিএনপির নেতকর্মীরা আগামী নির্বাচনে একক ভাবে নির্বাচিত হতে পারে। নির্বাচরে নিরপেক্ষতা বলতে কিছুই নাই। যা আছে নাম মাত্র কাজে ভিন্ন তার প্রমানই বিএনপির নেতাকর্মীদের আটক করা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..