তাহিরপুরে ওসির নন্দনের আতঙ্কে দিশেহারা মামলার আসামীরা

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

তাহিরপুরে ওসির নন্দনের আতঙ্কে দিশেহারা মামলার আসামীরা

Manual1 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক আতঙ্কের নামে পরিনত হয়ে ওসি নন্দন কান্তি ধর। তার আতঙ্কে রাতের ঘুম হারাম করে দিশেহারা হয়ে পড়েছে বিভিন্ন মামলার আসামী ও সরকার বিরোধীরা। তিনি এই উপজেলার আইনশৃংখলা বজার রাখার জন্য সার্বক্ষনেই তার অধিনস্থদের নিয়ে দিন-রাত কঠোর পরিশ্রম করছেন। ফলে এই এলাকার বিভিন্ন অপকর্ম করতে না পারায় অপরাধী ও এর সাথে জরিতরা দিশেহারা হয়ে পড়েছে। আর অপর্কমকারী,সরকার বিরোধী ও সমাজের শান্তি বিনষ্টকারীরা ঐক্যবদ্ধ হয়ে কিছু স্বার্থনেশী মহল কোন প্রকার সুযোগ সুবিধা না পাওয়ায় তার বিরোদ্ধে বিভিন্ন ভাবে কুৎসা রটনা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে। এতে ক্ষোব জানিয়েছেন এলাকার সুধিজন। কুৎসা রটনা থেমে জান নি ওসি নন্দন কান্তি ধর। বরং দ্বীগুন উদ্দম্যে তার উপর নির্ধারিত দায়ত্ব প্রালন করছেন জোরারো ভাবে নিয়ম অনুযায়ী।

এলাকাবাসী জানাযায়,ওসি নন্দন কান্তি ধর তাহিরপুর থানায় যোগদার করার পর এলাকার আইনশৃংখলা থেকে শুরু করে মদ,গাজা,ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন অপকর্ম ব্যাপক হারে কমে গেছে। বিপুল পরিমান মদ,গাজা,ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীদের বিরোদ্ধে অভিযান চালিয়ে আটক এবং বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছেন। তার চেষ্টার তাহিরপুর থানা এখন মদক মুক্ত। সবাই নিরাপদে অবস্থান করছে। যার জন্য তিনি ৩বার জেলার মধ্যে উপজেলার শ্রেষ্ট অফিসার হিসাবে পুরুষ্কৃত করেছেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার বরকত উল্লাহ খানঁ। তার এই সফলতায় সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল। তাদের দাবী ওসি নন্দন কান্তি ধরের মত পুলিশ অফিসার এলাকা ও পুলিশ প্রশাসনের গৌরব।

Manual6 Ad Code

বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যাক্ষ জুনাব আলীসহ স্থানীয় এলাকাবাসী বলেন,ওসি নন্দন কান্তি ধরের মত পুলিশ অফিসার প্রতিটি থানায় প্রয়োজন। আমরা উনার মত একজন সৎ,যোগ্য ও ন্যায় পরায়ন পুলিশ অফিসার তাহিরপুর থানায় পায় নি। এর পূর্বে ছিলেন আরেক পুলিশ অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ। বর্তমান ওসি কোন দলমত দেখছে না যে অন্যায় করছে তার বিরোদ্ধেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। যা প্রশংসার দাবী রাখে।

Manual1 Ad Code

ওসি নন্দন কান্তি ধর বলেন,আমি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে সবোর্চ্চ সময় দিয়ে পালন করার চেষ্টা করি। এতে করে কারো উপকার হয় আবার কারো ক্ষতি হয়। তবে আমি আমার দায়িত্ব সত্যতার সাথে পালন করে থাকি আর আগামীতেও পালন করব।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..