ড. কামাল বিশ্বনাথে আজ আসছেন না

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮

ড. কামাল বিশ্বনাথে আজ আসছেন না

Manual7 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: নির্বাচনী প্রচারণায় ঐক্যফ্রন্টের প্রধান ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ সোমবার বিশ্বনাথ আসার কথা থাকলেও তিনি আসছেন না বলে জানা গেছে। আজ সকালে সিলেট এসে সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরাম নেতা মোকাব্বির খানের পক্ষে প্রচারণা চালানোর কথা ছিলো তাঁর। আজ বেলা ১২টায় গোয়ালাবাজারে ও বেলা ৩টায় বিশ্বনাথে দুটি পথসভায় ভাষণ দেওয়ারও কথা ছিলো। কিন্ত রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত ড. কামাল হোসেনের কর্মসূচী থেকে জানা গেছে, তাঁর আজকের কর্মসূচীতে সিলেট সফরের কথা উল্লেখ নেই। ফলে ড. কামাল হোসেন সিলেট আসছেন না বলেই জানিয়েছেন ঐক্যফ্রন্টের সিলেটের একাধিক নেতা।
প্রসঙ্গত, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর স্ত্রী ও খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছিলেন। উচ্চ আদালতের এক রায়ে তার প্রার্থিতা স্থগিত হয়ে যায়। নির্বাচনে এ আসনে ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরাম থেকে মোকাব্বির খান এবং খেলাফত মজলিস থেকে মুহাম্মদ মুনতাছির আলীও প্রার্থী হয়েছেন। লুনা নির্বাচন থেকে ছিটকে পড়ায় মোকাব্বির খানকে ঐক্যফ্রন্টের প্রার্থী করা হয়। তাকে পরিচয় করিয়ে দিতেই কামাল হোসেন সোমবার বিশ্বনাথ ও ওসমানীনগরে আসার কথা ছিল।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..