সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. ময়নুল হক। তিনি মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান।
রোববার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ডা. ময়নুল হক সাবেক অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
ডা. মুর্শেদ আহমদ চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রাপ্ত হওয়ায় ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ পদটি শূন্য হয়ে পড়ায় রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোহসিন উদ্দিন সাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।
এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অধ্যাপক ময়নুল হক দুই সন্তানের জনক। তাঁর স্ত্রী গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডা. নাসরীন আখতার। বড় সন্তান ডা. মেহরিন তাসনিম রাকা এবং ছোট সন্তান মাহপারা তানজিম ঋতি এবার এইচএসসি পরীক্ষার্থী।
অধ্যাপক ডা. ময়নুল হক তাঁর নিয়োগ প্রাপ্তির তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সকল চিকিৎসক, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd