৩০ডিসেম্বর মুক্তিকামী জনতার বিজয়ের দিন, ধানের শীষে ভোটদিন : দিলদার হোসেন সেলিম

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮

৩০ডিসেম্বর মুক্তিকামী জনতার বিজয়ের দিন, ধানের শীষে ভোটদিন : দিলদার হোসেন সেলিম

Manual8 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী দিলদার হোসেন সেলিম বলেছেন ৩০ডিসেম্বর বাংলার মুক্তিকামী মানুষের বিজয়ের দিন। তাই সবাইমিলে ধানের শীষে ভোটদিন। সাবেক এম.পি বলেন বিজয় সন্নিকোটে, তাই দেশমাতার মুক্তির আন্দোলন সফল করতে ঐক্যবদ্ধ ভাবে ভোটকেন্দ্র পাহারাদিন।

Manual6 Ad Code

গতকাল শনিবার সকাল থেকে উপজেলার ইছাকলস, তেলিখাল ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা হাজী মোঃ আব্দুল মন্নান মনাফ, মোঃ আব্দুল কাইয়ুম মাষ্টার, এডভোকেট কামাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল মুক্তাকিন বাদশা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক উসমান খান, আলমগীর আলম মেম্বার, সহ প্রচার সম্পাদক খোকন রঞ্জন দে, শ্রমিকদলের আহবায়ক লাল মিয়া, যুবদলের গিয়াস উদ্দিন, রজন মিয়া, সাজ্জাদ হোসেন দুদু ও আবু আল হেলাল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল ফজল নোমান, যুগ্ম আহবায়ক সোহেল রানা, ইকবাল হোসেন, এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের আহসান, উপজেলা ছাত্রদলের সদস্য ইফতেখার মাহমুদ পাবেল, ফরিদ, মুজিব, হাবিব ও ফয়ছলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

Manual3 Ad Code

গণসংযোগ চলাকালে বিভিন্ন এলাকায় উৎসাহী জনতার ভিড় দেখা যায়। কৌতুহলী জনতার সাথে নেতাকর্মীরা সাক্ষাৎপূর্বক ধানের শীষ মার্কায় ভোট প্রত্যাশা করেন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির জন্য এ ভোটকে আন্দোলনের অংশ হিসেবে উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..