সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শনিবার সকালে সিলেটে পৌঁছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে পৌঁছেই তিনি সরাসরি তিন আউলিয়া হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন(রহ:) মাজার জিয়ারতের উদ্দেশে যান।
জানা গেছে, আজ সকাল ১০টা ৪৭ মিনিটে বিজি-১২১১ ফ্লাইটযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেন প্রধানমন্ত্রী। এরপরে সেখান থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (র.) মাজারে যান জিয়ারত করতে। সকাল ১১টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে তিনি শাহপরান (র.) মাজারের উদ্দেশে রওনা দেন। শাহপরান (র.) ও গাজী বুরহান উদ্দিন (র.) মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে চলে যান তিনি।
আরো জানা গেছে, বিকেল ৩টার দিকে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি। জনসভা শেষে বিকাল সাড়ে ৪টার ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd