রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটি’র ৩য় অভিষেক সম্পন্ন

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৮

রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটি’র ৩য় অভিষেক সম্পন্ন

Manual4 Ad Code

সিলেট :: বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটি’র ৩য় অভিষেক অনুষ্ঠান গতকাল সিলেট নগরীর মিরাবাজারে অবস্থিত অভিজাত হোটেলে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট্র-৩২৪০ এর পাস্ট ডিস্ট্রিক্ট গর্ভণর, ভারত মেঘালয় রাজ্যের সাবেক মন্ত্রী, সিলং টাইমস এর ম্যানেজিং ডাইরেক্ট রোটারিয়ান মানষ চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১১৪ বছর থেকে রোটারী র্আতমানবতার সেবায় কাজ করে যাচ্ছে রোটারী ক্লাব অব সিলেট গ্রীন সিটির সকল মেম্বার এর গর্বিত অংশিদার। সকল রোটারিয়ানরা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে, অসহায় মানুষের পাশে দাড়ায়। তাদের সহযোগীতার মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলে। আগামী দিনেও রোটারীয়ানদের মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত যাদু শিল্পী এবং বীরমুক্তিযুদ্ধা জুয়েল আইচ। ক্লাবের আইপিপি রোটা: মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আশিষ কুমার রায়ের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র মোস্ট পিডিজি এবং ডিস্ট্রিক্ট ট্রেইনার রোটা: ডা. মনঞ্জুরুল হক চৌধুরী, পিডিজি ইঞ্জিনিয়ার রোটা: এম.এ লতিফ, পিডিজি রোটা: শহীদ আহমদ চৌধুরী, ডিজিই রোটা: এম.আতাউর রহমান পীর এবং ডিস্ট্রিক্ট গর্ভনর নমিনী রোটা: ডঃ বেলাল উদ্দিন আহমদ ।

Manual8 Ad Code

এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জোনাল কো-অর্ডিনেটর পিপি রোটা: এম. নুরুল হক সুহেল, এ্যাসিটেন্ট গর্ভনর রোটা: অলিউর রহমান নাহিদ, ক্লাবের উপদেষ্ঠা রোটা: পিপি কফিল উদ্দিন বাবলু, ক্লাব অর্গানাইজর পিপি রোটা: সামছুল হক দিপু এবং রোটারী সুরমা জোনের প্রেসিডেন্টবৃন্দ এবং আমন্ত্রিত রোটারিয়ানবৃন্দ।

Manual2 Ad Code

উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রোটা: মোঃ কবিরুল ইসলাম, সিপি রোটা: মোঃ ইয়াহিয়া আহমদ, রোটা: প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ আব্দুর রশিদ, রোটা: ভাইস প্রেসিডেন্ট বদরুল হোসেন পারভেজ, সেক্রেটারী রোটা: মোঃ তফজ্জুল ইসলাম, ট্রেজারার রোটা: সৈয়দ আশরাফ হোসেন রিফাত, জয়েন্ট সেক্রেটারী রোটা: শাহজাহান সেলিম বুলবুল ।

Manual1 Ad Code

প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরন করেন ক্লাবের নেতৃবৃন্দ। ক্লাবের ৩য় অভিষেক অনুষ্টানে ২টি সার্ভিস প্রজেক্ট করা হয়। ক্লাব এডিটর মাহমুদ আলম পিএইচএফ এর সহায়তায় একজন গরিব লোককে একটি রিক্সা প্রদান করা হয় এবং সার্জেন্ট এট র্আমস মুহিবুর রহমান রাসেল এর সৈৗজন্যে একটি মসজিদে ৪টি ফ্যান প্রদান করা হয়।
৩য় অভিষেক অনুষ্ঠানকে স্বরণীয় করে রাখার জন্য একটি ম্যাগাজিন প্রকাশ করা হয় যার সম্পাদনায় ছিলেন মাহমুদ আলম। অনুষ্ঠানে ক্লাবে অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটা: মোঃ আব্দুল হাকিম, রোটা: মাহমুদ হোসেন আরিফ, রোটা: মোহাম্মদ আব্দুল হান্নান জুয়েল, রোটা: এ্যাডভোকেট আকবর হোসেন, রোটা: মোঃ আলমঙ্গীর হোসেন, রোটা: মোঃ ছাদিক আহমদ, রোটা: তপু রায় এবং রোটা: সজল দেবনাথ। অনুষ্ঠান শেষে ক্লাবের পক্ষথেকে নৈশ্যভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আর্কষন জুয়েল আইচ তার হাতের স্পর্শে অনেকগুলি যাদু প্রদর্শন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..