ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে : দিলদার হোসেন সেলিম

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮

ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে : দিলদার হোসেন সেলিম

Manual6 Ad Code

আবুল হোসনে :: সিলেটের একটি গুরুত্বপূর্ণ আসন হলো সিলেট-৪ আসন। আধ্যাতিক নগরী সিলেট অঞ্চলের মধ্যে বিভিন্ন কারণে এ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসন থেকে এবার সংসদ সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২৩দলীয় জোট মনোনিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম।

Manual6 Ad Code

নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দিলদার হোসেন সেলিমের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীসহ ভোটারদের কাছে দিলদার হোসেন সেলিমই যেন শেষ ভরসা। তাই সকলেই কাজ করছেন তাঁর পক্ষে।

Manual7 Ad Code

প্রতিদিন বিভিন্ন জনসভা, গণসংযোগসহ নানান প্রচারণার কাজে অংশ নিচ্ছেন দিলদার হোসেন সেলিম। জনসম্মুখে তুলে ধরছেন নির্বাচনি বক্তব্য। বিগত কয়েক দিনে বেশ কয়েকটি সভায় বক্তব্যে তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনকে চেলেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। এ নির্বাচনে বিজয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গনতন্ত্র, দেশ এবং মানুষকে রক্ষা করতে হবে। তাই নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। দিলদার হোসেন সেলিম আরো বলেন, নির্বাচনকে সামনে রেখে সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু কোনো কিছুতেই মামলা হামলা করে ধানের শিষের গনজোয়ার বন্ধ করা যাবে না। ধানের শিষের পক্ষে জনগনের সমর্থন দেখে সরকার দিশেহারা হয়ে আমাদের উপর গুপ্ত হামলা ও গায়েবি মামলা করছে। তিনি বলেন, সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, জনতার ঐক্য ধংস করার শক্তি ইতিহাসে নেই। তাই গুম, খুন নির্যাতনসহ সকল অপকর্মের জবাব ৩০ডিসেম্বর ব্যালেটের মাধ্যমে দিতে হবে। এ জন্য সকল ভেদাবেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শিষে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে।

তিনি গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তা উপজেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক সভায় এ এসব কথা বলেন। নির্বাচনি নিজেদের অবস্থান সম্পর্কে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেন, বিএনপি দেশের একটি অন্যতম বৃহৎ দল। বিএনপি গণমানুষের দল। আর গণমানুষের ভোটেই এবার দিলদার হোসেন সেলিমের ধানের শিষ বিজয় লাভ করবে। সিলেট-৪ আসন বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের ঘাটিতে পুরণত হয়েছে। এবার নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে ভয় কাজ করছে। তাই তারা নির্বাচন তাদের দখলে নেয়ার অপচেষ্ঠায় রয়েছে। তিনি আওয়ামী লীগ ও মহাজোটের উদ্যেশ্যে বলেন, আপনারা ভয় পাবেন না, বিএনপি তথা ঐক্যফ্রন্টের বিজয় দেখে পালানোর চেষ্ঠা করবেন না। কারণ জনগণ আপনাদের পালিয়ে যাওয়ার পথ বন্ধ করে রেখেছে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..