সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ ও গ্রেফতার বন্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
সোমবার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা আলাদা দুটি চিঠিতে এসব নির্দেশনা দেয়া হয়। এর মধ্যে একটি চিঠিতে বলা হয়, প্রতীক বরাদ্দের পরও বিএনপি নেতাকর্মীদের ওপর যে আক্রমণ ও গ্রেফতার কর্মকাণ্ড চলছে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঐক্যফ্রন্ট প্রার্থীদের নিরাপত্তা প্রদানে আইজিপিকে আরেকটি চিঠি দিয়েছে কমিশন।
গত ১৫ই ডিসেম্বর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের আবেদনের প্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হলো। ব্যবস্থা নিয়ে কমিশনকে অবহিত করতেও উভয় চিঠিতে নির্দেশনা দেয়া হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd