বিশ্বনাথে নির্বাচনী আচরণবিধি লঙ্গন দুই প্রার্থীকে ১৩হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

বিশ্বনাথে নির্বাচনী আচরণবিধি লঙ্গন দুই প্রার্থীকে ১৩হাজার টাকা জরিমানা

Manual2 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি :: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারি দুই সংসদ সদস্যকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হচ্ছেন লাঙ্গল প্রতীকের মহাজোট প্রার্থী জাপা নেতা এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ও ‘ডাব’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান।
সোমবার দুপুরে তাদের কাছ থেকে মোবাইল কোর্টেল মাধ্যমে পৃথকভাবে ওই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তোজ-জোহরা। মেবাইল কোর্টের সাথে অভিযানে থাকা থানার এস আই সফিকুল ইসলাম জানান, নির্বাচনী পোষ্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহা করায় এহিয়া চৌধুরীর সর্মথক একেএম দুলাল এর কাছ থেকে ৮হাজার টাকা জরিমানা আদায় করে সকল পোষ্টার খুঁলে ফেলার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
এছাড়াও মোটরসাইকেলে পোষ্টার লাগিয়ে শোডাউন করায় ছান্দভরাং সেতুর পাশে মুহিবুর রহমানের সমর্থকদের কাছ থেকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার বিষয়টি স্বীকার করেছেন ম্যাজিস্ট্রেট ফাতেমা-তোজ-জোহরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..