সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মেহেরপুর কমান্ড্যান্টের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে উঠেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান জানান, ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে আনসার সদস্যরা কমান্ড্যান্ট আব্দুর রশিদকে তার অফিসকক্ষে অবরুদ্ধ করে রাখার পর পুলিশ গিয়ে উদ্ধার করে।
আনসার দলনেত্রীরা সাংবাদিকদের বলেন, কমান্ড্যান্ট রশিদ প্রায় দুই বছর আগে মেহেরপুরে যোগ দেওয়ার পর থেকে শুধু তরুণী সদস্যদের কাজে নেন। তারপর তিনি বিভিন্নভাবে তাদের যৌন হয়রানি করে পদোন্নতির প্রলোভন দিয়ে শান্ত রাখতেন। গত ৫ ডিসেম্বর দুই দলনেত্রীকে যৌনহয়রানির চেষ্টা করলে তারা প্রতিবাদ করেন। তারপর অনেকে সংগঠিত হয়ে শুক্রবার এর প্রতিবাদ করেন।
অভিযোগ সম্পর্কে কমান্ড্যান্ট রশিদ সাংবাদিকদের বলেন, “আমি বিব্রতবোধ করছি এখন।”তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনীত আভিযোগ ষড়যন্ত্রমূলক। আমার অধীনস্ত কিছু দলনেতা-নেত্রী আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির যে লিখিত অভিযোগ করছে সেটা পরিকল্পিত। তারা আমাকে ফাঁদে ফেলে মেহেরপুরছাড়া করতে চায়।”
তবে কেন তারা তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রে নেমেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
পুলিশ কর্মকর্তা জাহিদুর বলেন, “দুইজন দলনেত্রী তার বিরুদ্ধে লিখিত আভিযোগ দিয়েছেন। তারা যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। আনসার সদস্যরা কমান্ড্যান্টের দ্রুত বদলি চেয়েছেন। পুলিশ অভিযোগ আমলে নিয়েছে।”
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd