কানাইঘাটে ঋণের টাকা চাওয়ায় হামলা

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৮

কানাইঘাটে ঋণের টাকা চাওয়ায় হামলা

Manual8 Ad Code

কানাইঘাট সংবাদদাতা : কানাইঘাটের ধার দেওয়া ৫ হাজার টাকা ফেরত চাওয়ায় ঋণদারের উপর হামলা চালিয়েছে ঋণগ্রহীতারা। গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পরে দুই দফায় হামলা চালায় তারা। হামলাকারীরা নগদ ৫ লক্ষ টাকা ছিনতাই, ৫০ হাজার টাকার আসবাবপত্র ভাংচুর করে। হামলায় গুরুতর আহত আব্দুল কুদ্দুসকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় ও একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় উপজেলার ডাউকেরগুল গ্রামের ছইয়ব আলীর পুত্র মুজিবুর রহমান বাদী হয়ে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Manual7 Ad Code

অভিযোগে উল্লেখিত আসামীরা হলেন, ডাউকেরগুল গ্রামের আব্দুস সালামের পুত্র সাজু আহমদ, আব্দুশ শুকুরের পুত্র আব্দুল মালিক, আব্দুস সালামের পুত্র শাহেদ আহমদ, আব্দুশ শুকুরের পুত্র আফজল হোসেন, আবুল কালাম, সখর উদ্দিনের পুত্র সারোয়ার আহমদ, আব্দুন নুরের পুত্র আব্দুল মুমিন, আব্দুল হাছান।

Manual2 Ad Code

অভিযোগে তিনি উল্লেখ করেন, মামলার বাদী মুজিবুর রহমান একজন পাথর ব্যবসায়ী। তার বোন জামাই আব্দুল কুদ্দুছও একজন পাথর ব্যবসায়ী। সে সুবাধে মুজিবুর রহমান আব্দুল কুদ্দুছের কাছ থেকে পাথর ক্রয় করে অন্যত্রে বিক্রি করেন। গত ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার মুজিবুর রহমান তার বোন জামাই আব্দুল কুদ্দুছের পাওনা ২ লক্ষ টাকা তাকে ফেরত দেওয়ার জন্য রওয়ানা হন। সন্ধ্যা ৭টায় মূলাগুল নয়াবাজার পুর্ব পার্শ্বে যাওয়া মাত্র মামলার প্রধান আসামী সাজু আহমদকে পান। এসময় মুজিবুর রহমান তার কাছে পাওনা ৫ হাজার টাকার দেওয়ার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হন সাজু আহমদ। তার নেতৃত্বে মামলায় বর্ণিত আসামীরা মুজিবুর রহমানের উপর হামলা চালায়। তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে মারাত্মক জখম করে তারা। এসময় মুজিবুর রহমানের লুঙ্গির প্যাচে থাকা ২ লক্ষ টাকা নিয়ে যায় হামলাকারীরা। মুজিবুর রহমান হামলাকারীদের হাত থেকে প্রাণে বাঁচতে দৌড়ে পালিয়ে গিয়ে তার বোন জামাই আব্দুল কুদ্দুছের অফিসে গিয়ে ঢুকেন। সেখানেও হামলাকারীরা গিয়ে তার বোন জামাই আব্দুল কুদ্দুছ ও তার উপর হামলা করে। হামলায় আব্দুল কুদ্দুছ গুরুতর আহত হন।

এসময় হামলাকারীরা ৫০ হাজার টাকার মালামাল ভাংচুর করে ও আব্দুল কুদ্দুছের অফিসের ক্যাশ থেকে নগদ ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলায় গুরুতর আহত আব্দুল কুদ্দুছকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয় ও মুজিবুর রহমানকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..