হিজড়া জনগোষ্ঠির অধিকার সুরক্ষায় সিলেটে মতবিনিময়

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

হিজড়া জনগোষ্ঠির অধিকার সুরক্ষায় সিলেটে মতবিনিময়

Manual4 Ad Code

সিলেট :: লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠী বিশেষত হিজড়া ও ট্রান্স জেন্ডার সম্প্রদায়ের মানুষের প্রতি সহনশীলতা ও সম্মান বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতির উন্নতি ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিট এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলে হিজড়া জনগোষ্ঠির অধিকার সুরক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিটের সহ সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সিলেটের উপ-পরিচালক (উপ-সচিব) মীর মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম।

ব্লাস্ট সিলেট ইউনিটের কো-অর্ডিনেটর এডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্লাস্ট কেন্দ্রীয় কার্যালয়ের উপদেষ্টা এডভোকেট তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের পরিদর্শক হেপী বেগম, ব্লাস্ট কেন্দ্রীয় কার্যালয়ের জুনিয়র এডভোকেসি অফিসার শোভা সরকার, যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক মো. মনিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুস শহীদ, এডভোকেট সৈয়দা শিরিন আক্তার, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, দুর্বার নেটওয়ার্কের সভানেত্রী নূরুন্নাহার বেবী, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক শাহীন আহমদ, ব্র্যাক প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, শাহজালাল রাগিব রাবেয়া প্রতিবন্ধী ইন্সটিটিউটের অধ্যক্ষ শামীমা নাসরিন, এস.আই হাসিনা খাতুন, বন্ধু প্যানেল এডভোকেট স্বপন কুমার দেব, সুপ্তা হিজড়া, ইসলাম হিজড়া, আকাশ হিজড়া প্রমুখ।

Manual4 Ad Code

বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও সম্পর্কের নয়া সেতু (এসএনএস) এর সহায়তায় লিগ্যাল এম্পাওয়ারমেন্ট এন্ড জেন্ডার ডাইভারসিটি (এলিজিডি) প্রকল্পের অধীনে দিনব্যাপী মতবিনিময় সভায় বক্তারা বলেন, সরকার ২০১৩ সাল থেকে হিজড়া জনগোষ্ঠীকে স্বীকৃতি প্রদান করে তাদের অধিকার ও নিরাপত্তা বিধানে কাজ করছে। সরকারের পাশাপাশি সমাজের বিভিন্ন সংগঠনকে তাদের জীবন মানের উন্নয়নের লক্ষ্যে কাজ করার আহবান জানান।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..