সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৬০ জন পুলিশ সদস্য বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন। মঙলবার সিলেট নাইয়রপুলস্থ এসএমপি হেডকোয়ার্টারে তাদেরকে পদোন্নতি ব্যাজ পড়িয়ে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া।
সিলেট মেট্রোপলিটন পুলিশ সুত্রে জানা গেছে, ১৭ জন পুলিশ কন্সটেবল (পুরুষ) পদোন্নতি পেয়ে এএসআই, ১০ জন পুলিশ কন্সটেবল (নারী) পদোন্নতি পেয়ে এএসআই, ২০ জন পুলিশ কন্সটেবল (পুরুষ) পদোন্নতি পেয়ে এটিএসআই, ১০ জন এটিএসআই (পুরুষ) থেকে টিএসআই পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া আরো তিনজন বিভিন্নপদে পদোন্নতি পেয়েছেন বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ পদোন্নতি প্রাপ্তদের ব্যাজ পড়িয়ে দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd