সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
সিলেট :: একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিম জমিয়ত নেতা মাওলানা আতাউর রহমান ও জমিয়ত নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা করেন। সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা জমিয়তের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় দিলদাল হোসেন সেলিম আগামী নির্বাচনে ধানের শীষে কাজ করার জন্য ২৩ দলীয় জোটের অন্যতম শরীকদল জমিয়তে উলামায়ে ইসলামকে আহŸান করেন। তিনি সর্বস্থরের জমিয়ত কর্মিদের সার্বিক সহযোগিতা কামনা করেন৷
এসময় জমিয়ত নেতৃবৃন্দও ঐক্যফ্রন্টের প্রার্থী দিলদার হোসেন সেলিমকে আনুষ্ঠানিক সমর্থন দিয়ে মাঠে কাজ করার আশ্বাস প্রদান করেন৷
সভায় বক্তারা বলেন, জালিম-স্বৈরাচারের হাত থেকে দেশ ও মানুষকে বাঁচাতে, খুন-গুম, নির্বিচারে মানুষ হত্যা ও মামলা দিয়ে মানুষকে হয়রানী এবং দূর্নীতির হাত থেকে দেশকে মুক্ত করতে এ মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই৷ ইতিমধ্যে জালিম শাসকের বিরুদ্ধে দেশের সকল দল, মত-পথ ও শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, হাতে হাত রেখে, কাঁদে কাঁদ মিলিয়ে ঐক্যকে আরো সুদৃঢ় ও সুসংহত করতে হবে৷
সাধারন জনগণকে ঐক্যের বন্ধনে যোগ করে ঐক্যফ্রন্টের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে জমিয়ত কর্মিদের সময় দিতে হবে৷ নিরলস ত্যাগ ও সর্বোচ্চ শ্রম এবং পরিশ্রম করতে হবে৷
সেই সাথে ভবিষ্যতের জন্য দলীয় কার্যক্রম ও সাংগঠনিক ভীত আরো মজবুত করতে হবে৷ জোটের স্বার্থে এখানে নিজের শক্তির জানান দিতে সর্বস্থরের জমিয়ত নেতৃবৃন্দ ও কর্মিদের এগিয়ে আসতে হবে৷ ঘরে ঘরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে জমিয়ত কর্মিদের ঝাপিয়ে পড়তে হবে৷
সভায় উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, আলহাজ্জ্ব জয়নাল আবেদীন, আলহাজ্জ্ব উসমান গণি, আলহাজ্জ্ব সাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান স্বপন, মাওলানা আব্দুল আজীজ, মুফতি জামাল উদ্দিন, মাওলানা কবির আহমদ, মাওলানা সোহেল আহমদ, হাফিজ মাসউদ আজহার, হাফিজ শাহিদ হাতিমী প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd