সিলেটে গোয়াইনঘাটে গরু চোরের হামলায় গৃহকর্তা নিহত

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৮

সিলেটে গোয়াইনঘাটে গরু চোরের হামলায় গৃহকর্তা নিহত

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে গরু চোরের হামলায় এক গৃহকর্তা নিহত। সোমবার (১০ডিসেম্বর) রাত ৩টার দিকে দিকে এ ঘটনা ঘটে। নিহত গিরেন্দ্র বিশ্বাস (৫৫) গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের দাড়িরপাড় গ্রামের মৃত নিদিয়া বিশ্বাসের ছেলে। এ সময় নিহতের স্বজনরা এক গরুচোরকে চিনতে পারেন।

নিহত গিরেন্দ্র বিশ্বাসের ছেলে বসন্ত নম(৩৫) জানান,‘ রাত ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের জমসেদ আলীর ছেলে মো. কয়েছে আহমদ সহ ৬/৭ জন লোক আমাদের গরু চুরি করতে এলে, আমার বাবা তা দেখে ফেলেন। এসময় মো. কয়েছ আহমদ টর্চ লাইট দিয়ে গিরেন্দ্র বিশ্বাসের মাথায় আঘাত করলে ঘটনাস্থালেই নিহত হন তিনি।’

সকালে ঘটনার খবর পেয়ে নন্দিরগাও ইউনিয়নের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল ঘটনাস্থল পরির্দশন করেন। এবং নিহতে পরিবাবের সবাইকে সন্তানা দেন।

Manual4 Ad Code

এ ঘটনায় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর রজি উল­াহ জানান, গরু চোরের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পুলিশ সুরতহাল রিপোট তৈরি করেছে। এখন ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

এ ঘটনায় আজ সকালে ঘটনাস্থল পরির্দশন করেন গোয়াইনঘাট সার্কেলের সহকারি সিনিয়র পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, অপরাধীদের বিরুদ্ধে যতাযত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..