১৮ বছর ধরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মানুষের সেবায় কাজ করেছি

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

১৮ বছর ধরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের মানুষের সেবায় কাজ করেছি

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণার সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার খুশালপুর গ্রামের নিজ বাড়িতে কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি।

Manual7 Ad Code

কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবদল আহ্বায়ক সৈয়দ জামাল হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. দুরুদ আহমদ। সভায় হাজী মুজিব বলেন, ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসনে প্রতিদ্বন্ধিতা করেছিলাম। সেই থেকে দীর্ঘ ১৮ বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও প্রশাসন দ্বারা নানাভাবে নির্যাতিত হয়েছি। এই সময়ে রাজধানী ঢাকা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল থানায় আমার উপর ৭৬টি মামলা দায়ের করা হয়েছিল। এর মাঝে কিছু মামলা থেকে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর বাকীগুলিতে আমি জামিনে আছি। আমি টানা ১৮ বছর ধরে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার মানুষের সেবায় কাজ করেছি। গত ২০১৪ সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হওয়ায় গত ১০ বছরে এ এলাকার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতেও পারেনি।

এবার একাদশ সংসদ নির্বাচনে আমার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুবই বেশী জানিয়ে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যতনই প্রতিবন্ধকতা, প্রতিকূলতা ও নির্যাতন হোক তার পরও আমি নির্বাচনের মাঠে থাকবো। ইতিমধ্যেই নানাভাবে মাঠে আমার নেতাকর্মীদের হুমকি প্রদান করা হচ্ছে। এতেকরে আমি কোন বর্ধিত সভাও করতে পারছি না। পুলিশের পক্ষ থেকে আমাকে নানাভাবে বাঁধা প্রদান করা হচ্ছে। এজন্য আমি দলীয় হাইকমান্ডের মাধ্যমে শ্রীমঙ্গল থানার ওসি মো. নজরুল ইসলাম, কমলগঞ্জ থানার এএসআই আব্দুল হামিদসহ দুইজন এএসআই এর বিরুদ্ধে অভিযোগ করেছি।

Manual6 Ad Code

১০ ডিসেম্বরের পর থেকে আমার নির্বাচনী প্রচারণায় প্রশাসনসহ আওয়ামী প্রতিবন্ধকতা, প্রতিকূলতা ও জুলম শুরু হতে পারে আশংখ্যা প্রকাশ করে হাজী মুজিব সাংবাদিকদের নির্বাচনী মাঠের এসব সমস্যা গণমাধ্যমে তুলে ধরতে আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

মতবিনিময়কালে কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, কমলগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন ও শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..