সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: আগামী ৩০ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে প্রতিদন্ধীতা করতে মনোনয়ন জমা দিয়েছেন সুনামগঞ্জ জেলার ৫টি আসনের অর্ধশত প্রার্থী। প্রতিদন্ধী প্রার্থীদের তালিকায় রয়েছেন ৫টি আসনের বর্তমান সংসদ সদস্যরাও। যাদের মধ্যে ৪জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও অন্যজন মহাজোটের মনোনীত প্রার্থী।
গত পাঁচ বছর ক্ষমতায় থাকায় প‚র্বের চেয়ে সম্পদ বেড়েছে সংসদ সদস্যদের। কয়েকজনের সম্পদের পরিমাণ কোটির কোটায়। সংসদ সদস্যদের ২০১৪সালের হলফনামার সম্পত্তির বিবরণ ও ২০১৮সালের হলফনামার সম্পত্তির বিবরণ বিশ্লেষন করে উদ্বৃত সম্পত্তির পরিমাণ জানা যায়।
সুনামগঞ্জ-১(জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা)আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। হলফ নামা থেকে জানা যায়,২০১৮ সালে ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের কৃষিখাতে বাৎসরিক আয় ছিলো ৯লক্ষ ৩৬হাজার টাকা। যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১২লক্ষ ৪৮হাজার টাকা। নগদ অর্থের পরিমাণ ছিলো ২লক্ষ ৭৮হাজার ৬শত ৫৩ টাকা। যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮০লক্ষ ৯১হাজার ৫শত ৪৪টাকা। অকৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন আর্থিক মূল্য ছিলো ৩৮লক্ষ ৭হাজার ৫শত ৬১টাকা। যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১কোটি ৭লক্ষ ৩৩হাজার ২শত ২০টাকা। স্বর্ণের পরিমাণ পূর্বের মতো ৪০ তোলা রয়েছে। জমাকৃত অর্থের পরিমাণ ৯লক্ষ ২৭হাজার ৬শত ৮টাকা থাকলেও বর্তমানে তা কমে ৪লক্ষ ৬১হাজার ৮শত ৩টাকা হয়েছে। আগে তাঁর স্ত্রীর নামে পোস্টাল,সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে বিনিয়োগের পরিমাণ না থাকলেও বর্তমানে তার পরিমাণ ৪৫লক্ষ টাকা।
দশম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২আসনের নির্বাচিত হয়ে ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত। ২০১৬সালে সুরঞ্জিত সেনের মৃত্যু হলে উপ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জয়া সেন গুপ্তা। তিনি বর্তমানে এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তাঁর কাছে নগদ টাকার পরিমাণ ৫লক্ষ টাকা,ব্যাংকে জমা আছে ৯১লক্ষ ৪৫হাজার ৯শত ৬৯টাকা ৩০পয়সা,স্বর্ণ রয়েছে ১০ভরি। কৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন আর্থিক ম‚ল্য ৬লক্ষ টাকা,অকৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন আর্থিক ম‚ল্য ২২লক্ষ ৪০হাজার টাকা।
সুনামগঞ্জ-৩(দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর)আসনের বর্তমান সংসদ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম এ মান্নান। ৫বছর আগে এম এ মান্নানের ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ছিলো ৪০লক্ষ ৮হাজার ৯শত ৮৬টাকা। যা বৃদ্ধি পেয়ে দাঁড়িছে ৫৫লক্ষ ৩৫হাজার ৮শত ২টাকায়। নগদ টাকার পরিমাণ ১লক্ষ ২০হাজার থেকে বৃদ্ধি পেয়েছে ৩লক্ষ ৬১হাজার ৮শত ৬৪টাকায়। ৫বছর আগে শেয়ার,সঞ্চয়পত্র/ব্যাংকে আমানতের পরিমাণ ছিলো ২লক্ষ ৫৪হাজার ৪শত ৬৭টাকা। যা বর্তমানে ৭লক্ষ ৭৯হাজার ৬শত ২২টাকার। প‚র্বে পোস্টাল সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণে সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতের বিনিয়োগ না থাকলেও বর্তমানে তা রয়েছে ৬৯লক্ষ টাকার। বাড়ি ভাড়া থেকে তাঁর মাসিক আয় ছিলো ২লক্ষ ৬৩হাজার ৭শত ১২টাকা যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৪লক্ষ টাকায়। কৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন আর্থিক ম‚ল্য ও অকৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন আর্থিক ম‚ল্য আগের মতোই রয়েছে।
সুনামগঞ্জ-৪(সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর)আসনের বর্তমান সংসদ সদস্য মহাজোট মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান। ৫বছর আগে তাঁর নগদ অর্থে পরিমাণ ছিলো ৪০হাজার ৫শত ২টাকা ৩৯ পয়সা যা বর্তমানে বৃদ্ধি পেয়ে ৪০লক্ষ ৫৭হাজার ৫শত ২টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ছিলো ৪৭হাজার ৪শত ৭১টাকা ৬১পয়সা। যা বর্তমানে ৩লক্ষ ৩২হাজার ৩শত ৮৪টাকা। বন্ড,ঋণপত্র,স্টক এক্সচেঞ্জে তালিকাভ‚ক্ত ও তালিকাভ‚ক্ত নয় এমন কোম্পানিতে শেয়ার ও স্বর্ণের পরিমাণ প‚র্বের মতোই আছে।
সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার)আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীয়ত প্রার্থী মহিবুর রহমান মানিক। ২০১৪সালে মহিবুর রহমান মানিকের ব্যবসা থেকে মাসিক আয় ছিলো ৫০হাজার টাকা। যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪লক্ষ ১২হাজার ৫শত টাকা। আগে বাড়ি বাড়া থেকে আয় না থাকলেও এখন তা থেকে বছরে তিনি ৪লক্ষ ৭২হাজার ৫শত টাকা আয় করেন। শেয়ার,সঞ্চয়পত্র/ব্যাংক আমানতের পরিমাণ ছিলো ৩লক্ষ ৩০হাজার ২শত ৩৩টাকা। যা বৃদ্ধি পেয়েছে ৬লক্ষ ১৪হাজার ১শত ৪৭টাকায়। পোস্টাল সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরণের সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতের বিনিয়োগ ছিলো ২লক্ষ টাকা। যা ৫বছরে ৯৫লক্ষ ৪৪হাজার ৬শত ১৪টাকায় বৃদ্ধি পেয়েছে। কৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন আর্থিক ম‚ল্য ছিলো ৬০হাজার টাকার। যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫লক্ষ ৮৪হাজার ৯শত ৩৭টাকায়। অকৃষি জমির পরিমাণ ও অর্জনকালীন আর্থিক ম‚ল্য ছিলো ৩১লক্ষ ২৬হাজার ৪শত টাকা। যা বর্তমানে ৩২লক্ষ ৭৬হাজার ৪শত টাকায়। নগদ টাকার পরিমাণ প‚র্বের মতো থাকলেও কমেছে ব্যাংকে জমাকৃত টাকার পরিমাণ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd