জৈন্তাপুরে পরিত্যাক্ত অবস্থায় ১৮ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

জৈন্তাপুরে পরিত্যাক্ত অবস্থায় ১৮ বস্তা ভারতীয় চা-পাতা উদ্ধার

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ১৯ বিজিবি অভিযান পরিচালনা করে ভারত হতে চোরাই পথে আসা ১৮ বস্তা চা-পাতা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। সচেতন মহলের দাবী সীমান্তের অন্যান্য চোরাই পথ দিয়ে অবৈধ পথে আসাচে সিগারেট  উদ্ধারে নেই কোন অভিযান।

Manual1 Ad Code

এলাকাবাসী ও বিজিবি সূত্রে যানাযায়- গত ৬ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টায় জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল সীমান্তের ১২৮৬ আর্ন্তজাতিক পিলার সংলগ্ন ১এস ও ২এস পিলার সংলগ্ন চোরাইপথ দিয়ে ভারত হতে নিয়ে আসা ১৮বস্তা চা-পাতা আটক করে বিজিবি।  প্রকৃত পক্ষে জৈন্তাপুর উপজেলা নলজুরী হতে বাঘছড়া পর্যন্ত বিভিন্ন চোরা পথ দিয়ে রাতে সমান ভাবে ভারত হতে মাদক, ইয়াবা, ভারতীয় নাছির বিড়ি, আলু, গাড়ীর বিভিন্ন পার্স, পাত, স্পিং, টায়ার, গরু, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের সিগারেট সহ অন্যান্য মালামাল বাংলাদেশে প্রবেশ করে। মাঝে মধ্যে আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় কিছু মালামাল আটক করে। প্রকৃত অর্থে সীমান্ত পথ দিয়ে চোরাকারবারীরা ভারত হতে পন্য বাংলাদেশে নিয়ে আসছে। আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় ভূমিকা পালন না করায় জৈন্তাপুর সিমান্ত এখন চেরাকারবারীদের একমাত্র ভরসা। এলাকাবাসীর আরও জানান জৈন্তাপুর সিমান্তের মোকামবাড়ী, শ্রীপুর, কেন্দ্রী, কেন্দ্রীহাওর, ডিবিরহাওর, ডিবিরহাওর(আসামপাড়া), ঘিলাতৈল, ফুলবাড়ী, টিপরাখলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী, বাইরাখেল, কালঞ্জি, লালখাল, লালাখাল গ্রান্ড, তুমইর, বাঘছড়া দিয়েই চোরাকারবারীরা নিরাপদে তাদের চোরাকারবার পরিচালনা করে আসচে আইন শৃংঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় কিছু দালালদের মাধ্যমে,  মাঝে মধ্যে তারা পরিত্যাক্ত অবস্থায় কিছু সংখ্যাক মালামাল আটক দেখায়। এলাকা বাসী আরো জানান র্্যাব ৯ সিলেট থেকে এসে চোরাই ভারতী মালামাল আটক করে যা স্থানীয় সীমান্ত বাহিনি দেখতে পায়না, সীমান্তে টহল আরো জোরদার করলে চোরা কারবারিরা এসব মালামাল আনতে পারবেনা।

Manual1 Ad Code

১৯বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার (ভারপ্রাপ্ত) হাবিলদার শাহাব উদ্দিন জানান- গোপন সংবাদের ভিত্তিত্বে আমরা গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় অভিযান পরিচালনা করে ১৮বস্তা ভারতীয় চা-পাতা পরিত্যাক্ত অবস্থায় আটক করি। আটককৃত মালামাল জব্দ করে ক্যাম্প হেফাজতে নেওয়া হয়েছে। উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন রাতের বেলা সীমান্তের দূর্গম এরিয়া গুলোতে কিছু সংখ্যাক চেরাকারবারীরা ভারতীয় পন্য বাংলাদেশে নিয়ে আসলে আমরা তাৎক্ষনীক অভিযান পরিচালনা করে মালামাল আটক করি। তারই ধারাবাহিকতায় অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিত্বে ঘিলাতৈল এলাকা হতে আমরা ১৮ বস্তা ভারতীয় চা-পাতা আটক করতে সক্ষম হয়েছি। আমাদের নিয়মিত টহল এবং অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..