গোয়াইনঘাটে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮

গোয়াইনঘাটে বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেট ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন গোয়াইনঘাট উপজেলার বিএনপির বেশ কিছু নেতাকর্মী।

Manual1 Ad Code

শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি নেতা ইলিয়াছ আলীর বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি নেতাদের এই যোগদান পর্ব সম্পন্ন হয়।

Manual5 Ad Code

এসময় যোগদানকারীরা জানান, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার এবং আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়েই আমরা আওয়ামী লীগে যোগদান করছি।

যোগদানকারী বিএনপি নেতারা হলেন- ইলিয়াছ আলী, নুরুল হক, যুবদল নেতা সায়েদ আহমদ, আব্দুল্লাহ, মস্তফা মিয়া। স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদের হাতে ফুলের তোড়া দেয়ার মাধ্যমে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান সম্পন্ন হয়।

Manual5 Ad Code

যুবলীগ নেতা গোলাম করিম শামীমের পরিচালনা ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সামছুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ইমরান আহমদকে ফুলের মালা পড়িয়ে দেন সদ্য যোগদানকৃতরা। ইমরান আহমদও এসময় তাদের বুকে জড়িয়ে অভিনন্দন জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৫নং আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অলি উল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আওয়ামী লীগ নেতা গোলাম মস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, জমির উদ্দিন প্রমুখ।

এদিকে সিলেট-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমরান আহমদ বলেছেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে দেশ দ্রুত এগুচ্ছে। সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে একটি আধুনিক রাষ্ট্র গঠনের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়ে উন্নয়নের কক্ষ পথে দূর্বারগতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়ন পরিক্রমা বাস্তবায়ন এবং অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো সফল বাস্তবায়নে নৌকায় ভোট দিন। আবারও ক্ষমতায় এলে আওয়ামী লীগ অতীতের ন্যায় স্বচ্ছতার ভিত্তিতে জনকল্যাণে কাজ করে যাবে।

শনিবার (৮ ডিসেম্বর) সিলেটের গোয়াইনঘাটে ১নং রুস্তমপুর ইউনিয়নের পাতলীকোনা সীমার বাজার, বগাইয়া হাওর দাখিল মাদ্রাসা, ভিতরগুল আদর্শ উচ্চ বিদ্যালয়, দমদমা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুপারবাজারসহ বিভিন্ন স্থানে জনসংযোগও পথসভায় বক্তৃতা কালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

Manual5 Ad Code

এসময় তিনি আরো বলেন- সিলেট-৪ আসন থেকে আবারও যদি নৌকা প্রতিকে ভোট পেয়ে বিজয়ী হই, তাহলে অত্রাঞ্চলের মানুষের অসমাপ্ত সকল উন্নয়ন বাস্তবায়ন করবো। শ্রীপুর থেকে বের হয়ে গোয়াইনঘাট হয়ে পশ্চিমের উপজেলা কোম্পানীগঞ্জে সহজতর সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলবো। রুস্তমপুরের আনফরের ভাঙ্গায় ব্রিজ নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নসহ জনকল্যাণে সবধরনের কাজ করে যাবো। বিছনাকান্দি পর্যটন কেন্দ্র ঘুরতে আসা পর্যটক দর্শনার্থীদের দুর্ভোগ দুর্দশা লাঘবে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করবো। শিক্ষা, বিদ্যুৎ, চিকিৎসাসহ জনবান্ধব সকল উন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে আবারও নৌকা প্রতীক নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। ইতিপূর্বে জনকল্যাণে যা করেছি, তার ফল জনগণ ভোগ করছেন। জনগণের সেবক হয়েই আমৃত্যু কাজ করে যেতে চাই।

গণসংযোগ ও পথসভায় এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার, সিলেটের পুলিশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ১নং রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, মাসুক আহমদ, ডা. মুসলিম উদ্দিন, আব্দুল মতিন, তৌহিদ মেম্বার, জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সদস্য গোলাম কিবরিয়া রাসেল, পদ্মা রানী, ১নং রুস্তমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন মেম্বার, যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, তাজুল ইসলাম, আব্দুল হাকিম মেম্বার, হারুনুর রশিদ, জসিম উদ্দিন, আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা চাঁন মিয়া প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..