কদমতলী হোটেল কাশমীরে অসামাজিকতা : নেতৃত্বে তৌফিক

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৮

কদমতলী হোটেল কাশমীরে অসামাজিকতা : নেতৃত্বে তৌফিক

Manual2 Ad Code

ক্রাইম প্রতিবেদক :: সিলেট নগরীর দক্ষিণ সুরামা বাস টার্মিনাল এলাকায় মামুন পরিবনের দ্বীতিয় তলায় অবস্তিত হোটেল কাশমীর নামক মিনি পতিতালয়ে চলছে রমরমা দেহ ব্যবসা।

জানা যায়, দির্ঘদিন থেকে বাস টার্মিনাল এলাকার মামুন কাউন্টারের ভিতরে সিড়ি দিয়ে দ্বীতিয় তলায় ওই একটি হোটেল তৈয়রী করে কাউন্ডারের ম্যানেজার ও বিলডিংয়ের মালিক তৌফিক মিয়া। আর ওই হোটেলকে করা হয় একটি মিনি পতিতালয়। মোটা অংকের টাকা অগ্রিম নিয়ে ওই সাত রুমের মিনি পতিতালয় ভাড়া দেওয়া হয় আরও এক পতিতা দালাল রিপনকে। রিপন রুম গুলো ভাড়া নেওয়ার পর সিটি কর্পোরেশেনের অনুমতি না নিয়ে হোটেল কাশমির নাম লিখে টাংগানো হয় সাইনবোর্ড ও বানানো হয় মিনি পতিতালয়।

মালিক তৌফিক মিয়া তিনি নিজে মামুন কাউন্ডারের ম্যানেজারের দ্বায়িত্ব থাকার সুবাদে ও স্থানী এলাকার শ্রমিক নেতৃবৃন্দকে ম্যানেজ করে প্রশাসনে চোঁখ ফাঁকি দিয়ে চালিয়ে চাচ্ছেন অসামাজিক কার্যকলাপ।

Manual2 Ad Code

গত (২৪ সেপ্টেম্বর) সোববার সন্ধায় দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনালের ওই হোটেল কাশমীর থেকে জুয়া খেলার সামগ্রী সহ ওই পাঁচ জুয়ারীকে আটক করে গোয়েন্দা পুলিশ। ওই জুয়া খেলার নেতৃত্বে ছিলেন তৌসিফ পুলিশ টের পেয়ে পালিয়ে যায় সে।

Manual2 Ad Code

এমন কোন কিছু নাই যে সেই হয় না। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই মামুন কাউন্টারের দ্বীতিয় তলায় কয়েকটি রুম ভাড়া নিয়ে মাদক,জুয়া ও পতিতার আস্তানা গড়ে উঠেছে। পুলিশ মাঝে মধ্যে ওই এলাকায় অভিযান দিয়ে আটক করলেও জামিনে বেরিয়ে বেপরোয়া হয়ে উঠে তারা। এখন একদম নিরুপায় হয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন স্থানীয়রা।
এ ব্যপারে হোটেলের ভাড়াটিয়া রিপন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি শিকার করে ক্রাইম সিলেটকে বলেন, জুয়া হয় মালিকের ৩য় তলার উপরে হয়। আর হোটেল হচ্ছে দ্বীতিয় তলায় রিপন মাঝে মধ্যে পতিতাদের হোটেলে তোলা হয়।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..