জৈন্তাপুর থেকে ১৮ মাস পর জগন্নাথপুরের লন্ডন প্রবাসী গফুরের লাশ উত্তোলন

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

জৈন্তাপুর থেকে ১৮ মাস পর জগন্নাথপুরের লন্ডন প্রবাসী গফুরের লাশ উত্তোলন

Manual2 Ad Code

গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর :: সিলেটের জন্নাথাপুর উপজেলা সদরের পৌর এলাকার বাসিন্ধা লন্ডন প্রবাসী আব্দুল গফুরের লাশ গতকাল ২রা ডিসেম্বর রবিবার দুপর ১২টায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় মোকামটিলা হতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের অংশ বিশেষ উত্তোলন করে পুলিশ।

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এর উপস্থিতিতে সুনামগঞ্জ আদালতের নির্দেশে লন্ডন প্রবাসী আব্দুল গফুরের লাশের অংশ বিশেষ উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জৈন্তাপুর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান পলাশ, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার মোঃ হাবিবুর রহমান, জৈন্তাপুর মডেল থানার এস.আই মোঃ আজিজুর রহমান, এস.আই সুজন কুমার আর্চায্য, স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুল হালিম সহ পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

উল্লেখ্য ২০১৭ সনের ৮ মে লন্ডন প্রবাসী আব্দুল গফুর দেশে অবস্থানের পর নিখোঁজ হন। পুলিশ দীর্ঘ অনুসন্ধান শেষে গত ২৫ নভেম্বর রবিবার বিকাল ৪টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের সহায়তায় জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান জৈন্তাপুর উপজেলার নিজপাটে অভিযান পরিচালনা করে জৈন্তাপুর সাইট্রাস গবেষনা কেন্দ্রের অফিস সহায়ক সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সদর বাক্ষণগাঁও উত্তরপাড়া গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে আবুল কালাম আজাদ(৫২), তার জামাতা জৈন্তাপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক, কুমিল্লা জেলার হোমনা থানার দত্তেরকান্দি গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে আনোয়ার হোসেন(৩০), জৈন্তাপুর উপজেলার নিজপাট মোকামটিলা গ্রামের মোঃ ইদ্রিছ আলীর ছেলে মোঃ জুনাব আলী(৪২) আটক করে। আটককৃতদের দেওয়া তথ্যমতে আদলতের নির্দেশে আব্দুল গফুরের লাশের অংশ বিশেষ উত্তোলন করা হয়।

Manual6 Ad Code

সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন- গ্রেফতারকৃতরা আদলতে ১৬৪ ধারায় গফুর হত্যার দায় স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিত্বে আদালতের নির্দেশ আমার উপস্থিতেতে লাশের অংশ বিশেষ মাটি চাপার স্থান হতে উত্তোলন করা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..