দিলদার হোসেন সেলিমের মনোনয়ন বৈধ হওয়ায় নেতাকর্মীদের অভিনন্দন

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

দিলদার হোসেন সেলিমের মনোনয়ন বৈধ হওয়ায় নেতাকর্মীদের অভিনন্দন

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দিলদার হোসেন সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় তাকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

রাববার (২ ডিসেম্বর) সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমাদাদুল ইসলাম দিলদার হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় তাৎক্ষনিকভাবে তাকে অভিনন্দন জানান নেতবৃন্দ।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, বিএনপি নেতা ও জেলা পরিষদের সদস্য রকিবুল ইসলাম শাহপরানসহ কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

এসময় দিলদার হেসেন সেলিম বলেন, দল চ’ড়ান্তভাবে মনোনয়ন দিলে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে সিলেট-৪ আসন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে উপহার দিব ইনশাআল্লাহ। আওয়ামী বাকশালী সরকারের দুঃশাসনে অতিষ্ট দেশের মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য প্রতীক্ষায় আছে। এসময় তিনি ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..