ওসমানীনগরে মাটি খুঁড়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার: আটক ১

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮

ওসমানীনগরে মাটি খুঁড়ে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার: আটক ১

Manual8 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :: ওসমানীনগরে মাটি খুঁড়ে এক অজ্ঞাত (৩২) মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দয়ামীর ইউনিয়নরে কনাইশাহ মাজারের পেছনে একটি জমিতে গর্ত খুঁড়ে এ লাশ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

এ ঘটনায় প্রাথমকি জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত আব্দুল গনি (৪০) একই ইনিয়নের দয়ামীর গ্রামের বাসিন্ধা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দয়ামীর এলাকায় আশপাশ একজন মহিলার লাশ মাঠিতে গর্ত করে রাখা হয়েছে। পুলিশ এসে লাশ রাখার জায়গা সনাক্ত করতে না পেরে সন্ধেহ জনক ভাবে আব্দুল আব্দুল গনিকে আটক করে।

Manual8 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবদের পর সে লাশ রাখার গর্ত সনাক্ত করে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরবর্তীতে পুলিশ এবং স্থানীয় ব্যাক্তিদের সহযোগিতায় মাঠির গর্ত খুড়ে লাশ উদ্ধার করে পুলিশ।

ওসমানীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে গর্ত খুড়ে লাশ উদ্ধার করেছে। লাশটি ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রাথমকি জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..