কোম্পানীগঞ্জে গর্তের পাড় ধ্বসে শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৮

কোম্পানীগঞ্জে গর্তের পাড় ধ্বসে শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক :: কোম্পানীগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধ্বসে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত পাথর শ্রমিক ফরিদ মিয়া উপজেলার বটেরতল গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।

শ্রমিক নিহতের ঘটনায় গতকাল শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক মুহাম্মদ স্বপন মিয়া বাদি হয়ে গর্ত মালিক পাড়ুয়া গ্রামের তেরা মিয়া চৌধুরীর ছেলে দেলোয়ার চৌধুরী, হাসনু চৌধুরী এবং মামুন চৌধুরীর নামে হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আসামিদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আসামিরা যতই প্রভাবশারী হোক না কেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত এক বছরে শাহ আরেফিন টিলায় অন্তত ৩০ জন শ্রমিক গর্তের পাড় ধ্বসে নিহত হয়েছেন।

Manual8 Ad Code

প্রশাসনের পক্ষ থেকে বার বার অভিযান ও শাহ আরেফিন টিলাকে পাথর উত্তোলনের জন্য ঝুকিপূর্ণ বলা হলেও কোন ভাবেই থামছে না শ্রমিকের প্রাণের ঝুঁকি নিয়ে পাথর উত্তোলন।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..