সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :: সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার সামনে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত ও ১ জন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আরিফের কুমারপাড়াস্থ বাসার সামনে এ ঘটনা ঘটে। এসময় আরিফুল হক চৌধুরী তার বাসায় অবস্থান করছিলেন বলে জানা যায়। সিসিকের মেয়র হিসেবে আরিফুল হক পুনরায় নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে আসেন ছাত্রদল নেতাকর্মীরা। এসময় ছাত্রদল কমিটির নেতাকর্মীরা পদবঞ্চিত ছাত্রদলের কর্মীদের লক্ষ করে গুলি ছুঁড়েন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে অভিনন্দন জানাতে গিয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ একজন। আর এঘটনায় আহত হয়েছেন ২ জন। শনিবার (১১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা গিয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। দ্রæত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd