সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মে ২১, ২০১৮
সিলেট :: গোলাপগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে ৩ মোটর সাইকেল চোরকে পাকড়াও করলেন এক সাহসী সাংবাদিক। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গাড়ীর মালিক স্কুল শিক্ষক ফিরে পেয়েছেন নিজ মোটর সাইকেল। চোরকে পাকড়াও করতে গিয়ে মারাত্বক আহত হয়েছেন সেই সাংবাদিক। তিনি দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল আজিজ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল কলেজের শিক্ষক সুহেদ আহমদের বসবাসরত ৬তলা ভবনের নিচে রাখা পালসার (১৩৫ সিসি) মোটর সাইকেলের লক ভেঙে চুর চক্র পালিয়ে যাওয়ার সময় গাড়ীর মালিক ও সাংবাদিক আব্দুল আজিজ তাদের ধাওয়া করেন। এক পর্যায়ে গোলাপগঞ্জ উপজেলার শেষ প্রান্ত পাচমাইল বাইপাস গিয়ে ডিউটিতে থাকা আলমপুর পুলিশ ফাড়ির এএসআই আব্দুল জলিলের সহযোগীতা নেন। এসময় চোরের দল পুলিশকে এড়িয়ে গাড়ী নিয়ে পালানোর চেষ্টা করলে সাংবাদিক আব্দুল আজিজ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পাকড়াও করেন। এসময় তিনি আহত ও শরীরের বিভিন্ন স্থানে জখমপাপ্ত হন। পরে গাড়ী সহ চোরদের প্রথমে আলমপুর পুলিশ ফাড়ি, পরে মোগলা বাজার থানায় নিয়ে যাওয়া হয়। রাত ১২ টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর চোরদের গোলাপগঞ্জ থানায় নিয়ে আসলে, তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে চিকিৎসা দিয়ে থানা কারা কক্ষে রাখা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। চোরদের একজন পৌর এলাকার টিকরবাড়ী গ্রামের মলিক আহমদের পুত্র নাবিল আহমদ (২১)। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই শংকর জানান, তারা জখমপাপ্ত থাকায় তাদের উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd