সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৮
আলী হোসেন, মৌলভীবাজার : মৌলভীবাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ন্যায্য ও সহনীয় রাখার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই মে বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল আমিন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব আশরাফুর রহমান।
মৌলভীবাজার জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মীর মোঃ মাহবুবুর রহমান, মৌলভীবাজার ক্যাব কমিটির সভাপতি ও বিশিষ্ট লেখক ও ব্যাংকার এড. মোঃ আবু তাহের, মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ারুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব।
সভায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম বলেন,রমজান মাস সংযম ও সিয়াম সাধনার মাস। সরকারের নির্দেশনা পরিপন্থি কোনো কাজে জড়িত হলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দ্রব্যমুল্য ক্রয় করার ক্ষেত্রে ক্রেতাদের সচেতন হয়ে দ্রব্য ক্রয় করতে হবে। অতিরিক্ত দ্রব্য মজুদদারী ও কালোবাজারীদের কঠোর হস্তে দমন করা হবে। সর্বদা ভোক্তা অধিকার আইন মেনে চলার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ ও ক্রেতাদের সচেতন থাকার জন্য আহবান জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd