সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, মে ৬, ২০১৮
সিলেট :: প্রতি বছরের ন্যায় এবারের এসএসসি পরীক্ষায় সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ ৯৮টি জিপিএ-৫ অর্জন সহ সাফল্য করেছে। রোববার প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক আনন্দমুখর পরিবেশে অধ্যক্ষ মোঃ ফয়জুল হক ফলাফল ঘোষণা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলকভাবে বলেন, অর্জিত ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো ভালো ফলাফল অর্জনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলে সিলেটের মধ্যে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। এসএসসি পরীক্ষায় ২৯৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ৯৮জন, এ গ্রেড ১২৩ জন, এ মাইনাস ৪৫ জন, বি ১৯ জন এবং সি গ্রেড ৫ জন। অধ্যক্ষ অর্জিত এ ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গতবারের এসএসসি পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান ৬২টি জিপিএ-৫ অর্জন করেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd