বিসিবি’র বাণিজ্য : ১৫শ টাকায় টিকিট ছাড়াই মিলছে ভিআইপি আসন!

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫

বিসিবি’র বাণিজ্য : ১৫শ টাকায় টিকিট ছাড়াই মিলছে ভিআইপি আসন!

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলের)  টিকিট ছাড়াই মিলছে (গ্র‍্যান্ড স্ট্যান্ড) ভিআইপি আসন। দেড় হাজার টাকা চুক্তিতে বিসিবির কার্ডধারী নিরাপত্তাকর্মী (সিকিউরিটি) নিজেই বিসিবির গাড়ি দিয়ে নিয়ে যান ভিআইপি গ্যালারিতে।

Manual6 Ad Code

শুক্রবার বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইটের পাশে এনাম নামে এক সিকিউরিটিকে পাকড়াও করে জনতা ও গণমাধ্যম কর্মীরা। পরে তাকে নিয়ে যায় স্টেডিয়ামের অপর দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এই ঘটনার পরপর সংশ্লিষ্টরা তার কার্ড জব্দ করেন ও ঢাকায় বিষয়টি অবগত করেন।

Manual7 Ad Code

জানা যায়, শুক্রবার দুরন্ত রাজশাহী-খুলনা টাইগার্সের ম্যাচ চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইটের পাশে টিকিট কালোবাজারি চক্রের পাশে বিসিবির সিকিউরিটি গার্ড এনামকে পাওয়া যায় টিকিট ছাড়া দেড় হাজার টাকার বিনিময়ে গ্র‍্যান্ড স্ট্যান্ড (ভিআইপি) গ্যালারিতে বসিয়ে দেয়ার দর কষাকষি করছেন। এ সময় পরিচয় গোপন রেখে সেখানে গিয়ে এই প্রতিবেদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা দর্শক সেজে কথা বলেন এনামের সাথে। তখন তিনি বিসিবির লোক পরিচয় দেন ও দেশের সব ভেন্যুতে তিনি কাজ করতে পারেন বলে জানান। এসময় নিজের পরিচয় দিতে দেখান বিসিবি কর্তৃক তাকে দেয়া কার্ড ও ওয়াকিটকি। এসময় সাংবাদিক পরিচয় দিলে মূহুর্তে সব অস্বীকার করেন সিকিউরিটি এনাম। সঙ্গে সঙ্গে জনতা তাকে পাকড়াও করে বিসিবির দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করে।

এমন কর্মকান্ডে ক্ষুব্ধ দর্শকরা। তারা বলছেন বিসিবির কর্মচারীরা এভাবে কালোবাজারিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদেরকে ফাঁদে ফেলে বেশি দামে টিকিট বিক্রি করে।

এব্যাপারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কমিনিউটির সিনিয়র সিকিউরিটি কো-অর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান চৌধুরী বলেন, এনাম ঢাকা থেকে এসেছিলো। ঘটনাটি জানতে পেরে আমরা সঙ্গে সঙ্গে তার কার্ড জব্দ করেছি। সেই সাথে ঢাকায় জানানো হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা ঢাকা থেকে গ্রহণ করা হবে।কারণ কার্ড ওইখান থেকে দেয়া হয়েছিল।

Manual3 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, স্বৈরশাসকের দোসররা এখনো বিসিবিতে ঘাপটি মেরে রয়েছেন৷ যারা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কর্মরতদের যোগসাজশে টিকেট কালোবাজারি করছেন। এদের চিহ্নিত করে ম্যানেজমেন্টের কাছে তালিকা দেওয়া হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..