সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট-৪ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছে দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন-এর প্রতীক ‘দাঁড়িপাল্লা’। সীমান্তঘেঁষা এই আসনে বর্তমানে দাঁড়িপাল্লার পক্ষে একটি শক্তিশালী গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন পথসভা ও গণসংযোগে আলহাজ্ব জয়নাল আবেদীন ভোটারদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক বিশাল জনসভায় তিনি তার নির্বাচনী ইশতেহার ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি প্রতিশ্রুতি দেন যে, সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আমূল পরিবর্তন আনবেন।
শিক্ষিত ও দক্ষ যুবসমাজের জন্য আধুনিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। বৃহত্তম জৈন্তিয়ার মহাল সামিল জলকর পুনরায় সাধারণ জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার বলিষ্ঠ অঙ্গীকার করেন তিনি। শিক্ষা, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং যাতায়াতের জন্য টেকসই যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের সাধারণ ভোটারদের মতে, জয়নাল আবেদীনের সহজ-সরল ব্যক্তিত্ব এবং এলাকার উন্নয়নের সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের আশাবাদী করে তুলেছে। নির্বাচনী মাঠের বর্তমান চিত্র বলছে, সব বয়সী মানুষের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
আলহাজ্ব জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থে নয়, বরং এই জনপদের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে নেমেছি। অবহেলিত এই অঞ্চলের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনই আমার মূল লক্ষ্য।”
নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সিলেট-৪ আসনে লড়াই এখন বেশ জমে উঠেছে, যেখানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ‘দাঁড়িপাল্লা’র এই গণজোয়ার।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd