সিলেট ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৬
গোয়াইনঘাট প্রতিনিধি :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, গোয়াইনঘাটের যে প্রাকৃতিক সম্পদের ভান্ডার আছে শুধুমাত্র তা সঠিকভাবে কাজে লাগালে গোয়াইনঘাটের যুগান্তকারী উন্নয়ন করা সম্ভব।
অতীতে এই অঞ্চলে সম্পদের লুটপাট হয়েছে, কিন্তু গোয়াইনঘাটবাসীর প্রাপ্য উন্নয়ন হয়নি। এবার সময় হয়েছে গোয়াইনঘাটবাসী তথা প্রাকৃতিক সম্পদে ভরপুর কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলাবাসীর প্রাপ্য হক বুঝিয়ে দেওয়ার।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী-২০২৬) গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও- ৯নং ডৌবাড়ী ও পশ্চিম আলীর গাঁও ইউনিয়নে দিন ব্যাপি আয়োজিত সমাবেশ গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে ব্যবসায়িদের। কলেজ-হাসপাতাল, মেডিকেল -ক্লিনিক তৈরী করতে হবে। বিশেষ করে নার্সিং কলেজ করতে হবে। আমাদের মেয়েরা লেখাপড়া করে সেবায় নিয়োজিত হবে। আজকাল মেয়েদের ঘরে বসিয়ে রাখা যাবে না, তাদেরকে কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, দেশ নায়ক তারেক রহমান মানুষের প্রত্যাশার শান্তির-নিরাপদ নতুন বাংলাদেশ গড়তে চান। কিন্তু একটি পক্ষ হিংসা-বিদ্ধেষ ছড়িয়ে দিয়ে তাবেদারি রাষ্ট্র বানাতে চায়। এই লক্ষ্যে দেশে অদৃশ্য চক্রান্তের ডাল-পালা মেলতে শুরু করছে। নির্বাচনের পরিবেশ ঘোলাটে করতে কয়েকটি রাজনৈতিক দল মরিয়া। তাদেরকে এই সুযোগ দেয়া যাবে না।
পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, তাঁতীদলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত, সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ ও উপজেলা পরিষদের সাবেক সম্পাদক শাহ আলম স্বপন, যুবদলের আহবায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকী, সিলেট জেলা তাঁতী দলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সদস্য মিজানুর রহমান ভূইয়া, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা শেখ মো: দিলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মতিন, ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমদ হোসেন জামাল, যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd