হিরো আলমকে প্রাণে হত্যার চেষ্টা: রিয়া মনিকে যেকারণে সন্দেহ!

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

হিরো আলমকে প্রাণে হত্যার চেষ্টা: রিয়া মনিকে যেকারণে সন্দেহ!

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ হামলার সাথে জড়িত থাকায় হিরো আলমের স্ত্রী রিয়া মনির কথিত প্রেমিক ম্যাক্স অভিকে গ্রেফতার করা হয়েছে। ফলে সাধারণ মানুষের সন্দেহ রিয়া মনির উপর আরও বেড়ে যাচ্ছে। অনেকে বলছেন রিয়া মনি ও মাক্স অভি মিলে পরিকল্পিত ভাবে হিরো আলমকে প্রাণে হত্যার চেষ্টা করেছে। কিন্তু তারা পরিকল্পনায় সফল হতে না পেরে রিয়া মনি নাটকীয় ভাবে হিরো আলমের পাশে দাঁড়িয়েছে। এ বিষয়টি বর্তমানে প্রকাশ্যে রূপ নিচ্ছে। মানুষের সামনে উঠে আসতে শুরু হয়েছে রিয়া মনি ও অভির পরিকল্পনা।

Manual7 Ad Code

গত ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর আফতাবনগরের এম ব্লকে একদল দুর্বৃত্ত হিরো আলমকে নির্মমভাবে পিটিয়ে ফেলে রেখে যায়। পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলে কয়েকজন এসে আলমকে এলোপাথাড়ি পেটায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় হিরো আলমের স্ত্রী রিয়া মনির কথিত প্রেমিক ম্যাক্স অভিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

হামলার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হিরো আলমের ভক্ত ও সাধারণ মানুষ হামলার জন্য রিমা মনিকে দায়ী করেন। কিন্তু হিরো আলম ও তার স্বজনরা বিষয়টি আমলে নেননি। কারণ রিয়া মনি কৌশল অবলম্বন করে নাটকীয় ভাবে হিরো পাশে দাঁড়িয়ে সাপোর্ট দিয়েছেন।

Manual4 Ad Code

যেকারণে রিয়া মনির উপর সন্দেহ হয়েছিলো মানুষের। কিছুদিন আগে রিয়া মনির বাসায় কট খায় ম্যাক্স অভি ও রিয়া মনি। পরে এলাকার লোকজন অভিকে গনধোলাই দেয়। সেই সময় রিয়া মনি বাসা থেকে দৌঁড়ে আসে ও আল্লাহ গো বলে জড়িয়ে ধরে কান্না করে অথচ স্বামী হিরো আলম জেদিন হামলার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় তার সামনে পরে থাকে সে তো একবারও তাকে জড়িয়ে ধরে নি কান্না করেনি। তার চোখের পানি কেউ জনগণ দেখিনি এবং হিরো আলম যে আহত হয়ে মারাও যেতে পারতো তার চোখমুখে হিরো আলমকে হারানোর কোন সাপ খুঁজে পায়নি। নিজেকে মামলা থেকে রক্ষা করতে মিন্নির মতো কৌশল অবলম্বন করে নাটকীয় ভাবে হিরো পাশে দাঁড়িয়েছে।
আরও অবাক বিষয় মিডিয়ার সামনে বলে হিরো আলমকে ভালো রাখতে ফিরে এসেছি তার মানে কি বুঝায় জনগণ কেন সন্দেহ করবে না? রিয়া মনির কিছু কার্যকালের কারণে মানুষ তাকে সন্দেহ করছে। বারবার হিরো আলম অভির কাছ থেকে তাকে দূরে রাখা অনেক চেষ্টা করেছে। কিন্ত রিয়া মনি ঘুরেফিরে তার কাছে যায়। এ দিকে ম্যাক্স অভি রিয়াজ হিরো আলমের কারণে নাকি তার সংসারে ইতি যাইতেছে না। এদিকে আবার রিয়া মনির সাথে সম্পর্ক রাখছে তাহলে কি পথের কাটা হিরো আলমকে মেরে ফেলে দিতে চায় মাক্স অভি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..