সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৫
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন।
গত শুক্রবার ভোরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি রাবার ড্যাম সংলগ্ন সোনাই নদী ও আশপাশের বনাঞ্চলে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ইসলামপুর ইউনিয়নের গাংপাড় নোয়াকোট গ্রামের হাবিবুর রহমান (৩৭) ও বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ অভিযান পরিচালনা করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, থানার এসআই গোলাম সারওয়ার, বিট কর্মকর্তা আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
একই দিন সকাল ৮টার দিকে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর মৌজার সিএস দাগ নং ২৫৬-এর ‘আবদালি’ এলাকায় আবারও অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে তিনটি বড় বাল্কহেড ও একটি অনুমোদনহীন ড্রেজার মেশিন জব্দ করা হয়। এ অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
পরে বন বিট কর্মকর্তা মো. আইয়ুব খান ও স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে মালামালগুলো জব্দ করে সরকারি জিম্মায় রাখা হয়। পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।
এব্যাপারে ইউএনও তরিকুল ইসলাম জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন- “জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd