সিলেট ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মে ২০, ২০২৫
দোয়ারাবাজার প্রতিনিধি :: মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহাগের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রদল, ছাত্রশিবির ও এনসিপির নেতাকর্মীরা। এসময় তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায় হামলাকারীরা।
সোমবার (১৯ মে) রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মির্ধারপাড়া গ্রামে মোস্তাফিজুর রহমান সোহাগের বাসায় এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
হামলায় তার বাসার বিভিন্ন আসবাবপত্র সহ মুল্যবান জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকার উস্তাদ আলীর ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগ গত বছরের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন। এরই সুবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান ছিলো তার। সরকার পতনের পর মোস্তাফিজুর রহমান সোহাগ দেশত্যাগ করলেও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এরমধ্যে ময়মনসিংহ জেলায় দায়েরকৃত সাইবার ট্রাইব্যুনালে দায়ের হওয়া একটি মামলার তদন্তকারী কর্মকর্তা গত ১৫ মে তারিখে নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসে তার কার্যালয়ে হাজির হতে মোস্তাফিজুর রহমান সোহাগের বাসায় একটি নোটিশ পাঠান। এই নোটিশের পর সোমবার মোস্তাফিজুর রহমান সোহাগের বাসায় এই হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তাফিজুর রহমান সোহাগ বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’ নামে হিউম্যান রাইট অর্গানাইজেসনের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd