সিলেট ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জাফলংয়ে পাথর উত্তোলন, চোরাচালানসহ নানা অভিযোগে গ্রেফতার সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালতে। সোমবার বিকালে গ্রেফতার আবুল কাশেমকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।
পুলিশ জানায়, জাফলংয়ে পাথর লুটে পরিবেশের মামলায় পলাতক আসামি ছিল আবুল কাশেম। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। পরিবেশ অধিদপ্তরের দায়ের করা একটি মামলা তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল কাশেম (৪০) গোয়াইনঘাটের নলজুরী এলকার মৃত শামছুল হকের ছেলে।
সিলেট জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মামুনুর রশিদ জানান, গোয়াইনঘাট থানার পরিবেশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd