ক্রাউন সিমেন্টের জালিয়াতি : সিলেটে আমেরিকা প্রবাসী মামলা

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

ক্রাউন সিমেন্টের জালিয়াতি : সিলেটে আমেরিকা প্রবাসী মামলা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: ক্রাউন সিমেন্ট কোম্পানির ওজন জালিয়াতি ও প্রতারণার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন সিলেটের একজন ইনভেস্টার এবং আমেরিকা প্রবাসী।

গত ১০ এপ্রিল সিলেট আদালতে মামলা দায়ের করেছেন নগরীর বিলপাড় লামাবাজার এলাকার বাসিন্দা হাফিজুল ইসলাম চৌধুরী। যার মামলা নং শাহপরান রহঃ সি.আর ১৭৯/২০২৫।

Manual1 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, বিল্ডিংয়ের কাজের জন্য ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে প্রথম ধাপে ৩৮০০সিমেন্ট এবং দ্বিতীয় ধাপে ২০০০ সিমেন্ট মোট ৫৮০০ বস্তা ক্রাউন সিমেন্ট কোম্পানি থেকে ক্রয় করেন হাফিজুল ইসলাম চৌধুরী।

Manual1 Ad Code

দ্বিতীয় ধাপে সিমেন্ট কিনার পর উনার সন্দেহ জাগে সিমেন্টের ওজন কম আছে সাথে সাথে ওজন মেপে দেখি প্রতিটি ৫০ কেজির বস্তায় ১০০ থেকে ৩০০ গ্রাম সিমেন্ট কম। পরে তিনি তাৎক্ষণিক ক্রাউন্ড সিমেন্ট কোম্পানির সিলেটে জেলা দায়িত্বশীল সেলস ম্যানেজার আলমাস ও সিলেট রিজিওনাল হেড এমদাদকে বিষয়টি অবগত করেন। সাথে সাথে দেখার জন্য বলেন তখন ক্রাউন সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার শাওন এসে মেপে দেখেন কোন কোন বস্তায় ৩৩০ গ্রামের থেকেও বেশি কম। তখন ক্রাউন্ট সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ার শাওন হেড অফিসের সাথে যোগাযোগ করে তারা হাফিজুল ইসলাম চৌধুরীকে জানায় হেড অফিস থেকে লোক আসবে এটা সমাধান করার জন্য। পরের দিন হাফিজুল ইসলাম চৌধুরীর বাসায় কোম্পানির লোক আসেন এবং তারা ২০ প্রস্তাব সিমেন্ট দিবে বলে। কিন্তু বৃহত্তর সিলেটবাসীর স্বার্থে তিনি তাদের ২০বস্তা নিতে রাজি হননি।

হাফিজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের এত বড় একটা কোম্পানি হয়ে যদি ভোক্তাকে ওজনে কারচুপির মাধ্যমে প্রতারণা করে তখন বিদেশ থেকে ইনভেস্টাররা দেশে এসে ইনভেস্ট করতে ভয় পাবে।

Manual5 Ad Code

আর যাতে ক্রাউন্ট সিমেন্টের কাছে দেশের মানুষ প্রতারিত না হয় এবং আমার ক্ষতিপূরণের জন্যক্রা উন সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2025
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..