সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২৫
ক্রাইম সিলেট ডেস্ক : চুনারুঘাটে ঝুঁকিপূর্ণ সেতুতে ভারী যান চলাচল ও অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাওর হুঁশিয়ারি দিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্থানীয় সরকারবিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। এর জবাবে জেলা প্রশাসক ফোনে তাঁর বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই নেত্রী।
খোয়াই নদীর ওপর ঝুঁকিপূর্ণ সেতুটি ভারী যানবাহন চলাচলের অনুপযোগী। এর পরও সেতুর ওপর দিয়ে ভারী যান চলাচল করছে। বৃহস্পতিবার পৌর শহরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় বিএনপি নেত্রী শাম্মী আক্তার অভিযোগ করেন, সম্প্রতি তিনি অবৈধ বালু উত্তোলন এবং খোয়াই নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ভারি যান চলাচল নিষিদ্ধে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাওর কথা বলেন। পরদিন মোবাইল ফোনে কল করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের এবং চুনারুঘাটে তাঁকে ঢুকতে দেবেন না বলে হুমকি দেন জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান।
শাম্মী আক্তার বলেন, প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। সেই বালুবাহী ভারি ট্রাক চলছে রাজার বাজার ভায়া বাসুল্লা সড়কে খোয়াই নদীর ওপর অবস্থিত ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে। জনগণ এই অবস্থার পরিত্রাণ চায়। তিনি জনগণের পক্ষ থেকে দাবি আদায়ে কথা বলেছেন। এ সময় তিনি জেলা প্রশাসককে জনগণের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ বিষয়ে কথা বলার জন্য জেলা প্রশাসক ফরিদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া মেলেনি। পরে তাঁর সরকারি নম্বরে করা ওয়াটসঅ্যাপ বার্তার উত্তরে তিনি জানান, বিএনপি নেত্রী শাম্মী আক্তার ডিসি-ইউএনও সম্পর্কে মিথ্যা অভিযোগ করেছেন। উপদেষ্টাকে অবাঞ্ছিত করার হুমকি দিয়েছেন। প্রশাসন সব সময় বালুখেকোদের বিরুদ্ধে। তিনি প্রকাশ্যে নেতিবাচক বক্তব্য দিয়েছেন। মামলা করা বা তাঁকে চুনারুঘাটে ঢুকতে না দেওয়ার হুমকি প্রদানের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd