শাহপরানে চোর আটক হলেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোটরসাইকেল

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪

শাহপরানে চোর আটক হলেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোটরসাইকেল

Manual5 Ad Code

নিজম্ব প্রতিবেদক:: সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে সুরমাগেইট এলাকা থেকে মোটরসাইকেল চুরির মামলায় এক যুবক আটক হলেও উদ্ধার হয়নি চুরি হওয়া মোটরসাইকেল।

Manual8 Ad Code

 

জানা গেছে- গতকাল সোমবার (৪ নভেম্বর) রাত ১০ ঘটিকার দিকে সুরমাগেইট এলাকা থেকে শাহপরান (রহ.) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্যের সার্বিক দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টর অঞ্জন কুমার দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুলকে আটক করেন। তবে চুরি হওয়া মোটরসাইকেল খানা এখনও উদ্ধার হয়নি। এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল চুরি হওয়া মোটরসাইকেল খানা তার হেফাজতে রয়েছে বলে পুলিশকে জানিয়েছে বলে পুলিশের একটি সুত্র প্রতিবেদককে নিশ্চিত করেছে।

 

আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল (৩০)। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাঁচপাড়া এলাকার মৃত আব্দুস শহীদের পুত্র। বর্তমানে সে নগরীর সোবহানীঘাট লতিফিয়া টাওয়ারে বসবাসরত ডাঃ ফাতেহা আক্তার রিয়ার স্বামী বলে পুলিশের একটি সুত্র জানায়।

 

Manual3 Ad Code

পুলিশ ও বাদী সুত্রে জানা গেছে- একই থানাধীন মলাইটিলা এলাকার মৃত রিয়াজ উদ্দিন বুলুর পুত্র মোঃ বায়েজিদ আরমান রিফাত (২৫) এর বসতঘর হইতে তার ব্যবহৃত ৩ লাখ টাকা দামের নীল রংয়ের মোটরসাইকেল যাহার মডেল- FZSV3.0 Dark Matt Blue MGF MDPBM1, ইঞ্জিন নং- G3L5E0290079, চেসিস নং- PS2RG64200A052497 গাড়িখানা অজ্ঞাতনামা চোরদের সহযোগিতায় আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুল বিগত ২০/০৮/২০২৪ ইং তারিখ সকাল অনুমান সাড়ে ১০ ঘটিকা হইতে বিগত ০৫/০৯/২০২৪ ইং তারিখ বিকাল অনুমান ৪ ঘটিকার মধ্যে যে কোন সময় চোরি করে নিয়ে যায়।

 

পরবর্তীতে আশপাশের বিভিন্ন লোক মারফতে চুরির ঘটনাসহ এ ঘটনায় জড়িতদের বিষয়ে অবগত হন ও তাদের হেফাজত থেকে মোটরসাইকেল খানা উদ্ধার করতে ব্যর্থ হন এবং তার মোটরসাইকেল খানা ফিরে পেতে নিরুপায় হয়ে আটককৃত নাজমুল ইসলাম উরফে পোল্যান্ডী নাজমুলকে প্রধান আসামি করে শাহপরান (রহ.) থানায় লিখিত অভিযোগ দাখিল করেন মোটরসাইকেল এর মালিক মোঃ বায়েজিদ আরমান রিফাত। যাহার শাহপরান থানার জি/আর মামলা ন-১৯, তাং- ১৭/১০/২০২৪ ইং।

Manual8 Ad Code

 

সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করে জানান- মামলার ভিত্তিতে এক চোরকে আমরা আটক করেছি আর চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে আমাদের থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। আমি আশাবাদি খুব তাড়াতাড়ি আপনাদেরকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধাদের সংবাদ দিতে পারব। আসামিকে আদালত মারফতে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলমান রয়েছে বলেও তিনি জানান।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2024
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..