সিলেট ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
নিজস্ব ডেস্ক: জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার সিলেট জেলা সংবাদদাতা ও সিলেটের অপরাধীদের আতংকখ্যাত অনলাইন পত্রিকা ক্রাইম সিলেট এর বিশেষ সংবাদদাতা সাংবাদিক মোঃ জামাল উদ্দিনকে প্রাণে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিকটস্থ থানায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে জিডি দাখিল করেন তিনি।
সিলেট মহানগরের নামধারী যুবলীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে গতকাল ২৬ আগষ্ট ক্রাইম সিলেট পত্রিকায় “সিসিকের ইট চুরি করে যুবলীগ নেতার দেয়াল নির্মাণ” শিরোনামে একটি সংবাদ প্রকাশের জেরেই সাংবাদিককে হত্যার হুমকি দেন যুবলীগ নেতা নজরুল ইসলাম।
এদিকে নিজের নিরাপত্তা চেয়ে একই দিন অথাৎ ২৬ আগষ্ট সিলেটের এয়ারপোর্ট থানায় একখানা সাধারণ ডায়রী দাখিল করেন সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, যাহার থানার ডায়রী নং- ৮১০।
জিডি সুত্রে জানা গেছে- গতকাল সোমবার (২৬ আগস্ট) ক্রাইম সিলেট পত্রিকায় “সিসিকের ইট চুরি করে যুবলীগ নেতার দেয়াল নির্মাণ” শীর্ষক সংবাদ প্রকাশ হয়। উক্ত সংবাদ প্রকাশের জেরে যুবলীগ নেতা নজরুল ইসলাম ওইদিন রাত অনুমান ৮:৪৫ মিনিটের সময় নগরীর ৩৭ নং ওয়ার্ড টিলার গাঁও পয়েন্টে অবস্থানরত সাংবাদিক মোঃ জামাল উদ্দিনকে দোষারুপ করতে থাকেন। ঐ সময় সাংবাদিক মোঃ জামাল উদ্দিন উক্ত সংবাদ সংগ্রহ করেন নি বলে বার বার যুবলীগ নেতা নজরুল ইসলামকে বুঝাতে থাকেন। একপর্যায়ে সন্দেহের জেরে নজরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ সহ কয়েক বার সাংবাদিক মোঃ জামাল উদ্দিনকে মারতে তেড়ে আসেন এমনকি জনসম্মুখে তাকে প্রকাশ্যে প্রাননাশের হুমকি প্রদান করেন।
সাধারণ ডায়রী দাখিলের বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান- উক্ত জিডির আবেদন পেয়েছি। আদালতে প্রেরণ করে তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।
এদিকে এ ঘটনায় সিলেটে কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকি দাতার শাস্তির দাবি জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd