সিলেট ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৪
আফজালুর রহমান চৌধুরী: সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট ভ্রমণে এসে এক পর্যটক নিখোঁজ রয়েছে। নিখোঁজ পর্যটকের নাম শামীম আহমদ(১৬) সে নগরীর বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর পুত্র।
২৮ জুন শুক্রবার বিকেল ৬ টার সময় এ ঘটনা ঘটে।
রাত ও প্রবল স্রোতের কারণে শনিবার সকাল থেকে উদ্ধার কাজ চালানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সূত্র জানায়- রাতারগুল সোয়াম ফরেস্টের ভিতরে প্রবেশের ইজারাকৃত সিলেট সদর উপজেলার মটরঘাট নামক খেয়াঘাটে চার কিশোর পর্যটক ঘুরতে আসেন। এসময় খেয়াঘাটের সিঁড়ি দিয়ে তারা চেঙ্গেরখাল নদীতে সাঁতার কাটার উদ্দেশ্যে পানিতে নামেন, সে সময় ভরা নদীর স্রোতে শামীম সাঁতার না জানার কারণে মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যায়। বাকী ৩ জন পর্যটক সাঁতার কেটে ফিরে আসলেও নিখোঁজ শামীম আর তীরে ফিরে আসতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছায়নি।
সরোজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে ৪ বন্ধু সিলেট শহর থেকে বাইসাইকেলযোগে মটরঘাটে ঘুরতে আসেন। মটরঘাট সিঁড়ি দিয়ে ৪ বন্ধু চেঙ্গের খাল নদীতে গোসল করতে নামেন। গোসলে নামার আগে নিখোঁজ শামীম জানায় সে সাঁতার জানে, কিন্তু গোসল করতে নদীতে নামলে সে সাথে সাথে নদীর স্রোতে তলিয়ে যায়।
এসএমপির এয়ারপোর্ট থানার অফিসার্স ইনচার্জ নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে এয়ারপোর্ট থানার পুলিশ রয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসকেও সংবাদ দেওয়া হয়েছে তারা আসলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সদর উপজেলার নির্বাহী অফিসার নাছরীন আক্তার ঘটনার শোক প্রকাশ করে জানান- আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগাযোগ করেছি তারা রাত ও প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে যোগ দিতে পারছেন না শনিবার সকালেই উদ্ধার তৎপরতা শুরু করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd