বিশ্বজুড়ে দুঃস্থদের জন্য কাজ করছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪

বিশ্বজুড়ে দুঃস্থদের জন্য কাজ করছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বজুড়ে অভাবগ্রস্ত এতিম, খাবার সংকটে থাকা গরীব, বিশুদ্ধ পানির অভাবে থাকা জনগোষ্ঠী, অসহায় নারী পুরুষের দুরাবস্থা লাঘব, দারিদ্র্যতা দূরীকরণে দীর্ঘ দিন ধরে কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর- রাহমান এডুকেশন ট্রাস্টে ইউকে।
দেশ বিদেশে মানবিক কাজের ধারাবাহিকতায় সংগঠনটি ইতিমধ্যে আফ্রিকায় বেশ কয়েকটি প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।  সম্প্রতি ‘ রমজান অরফান প্রজেক্ট ফর মাদাগাস্কার’ নামে হাতে নেওয়া প্রজেক্টটি সফল বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।
মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই স্লোগান নিয়ে পথচলা সংগঠন আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের সহায়তায় মাদাগাস্কারে এতিম, দুঃস্থ, অভাবগ্রস্তদের নিয়ে মাহে রমজান উপলক্ষে ইফতারে আয়োজন করা হয়। নিরাপদ বিশুদ্ধ পানির অভাব পূরণে এই প্রজেক্টের আওতায় টিউবওয়েল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। তাদের এই কাজ সুষ্ঠু ভাবে সফল করতে আরেকটি (‘দ্য সিড চ্যারিটি ‘) সংগঠন সহযোগিতা করছে।
দ্য সিড চ্যারিটি সংগঠনের সভাপতি তাফারকেলি ( Tafarkely) সরাসরি তদারকি ও বাস্তবায়ন করছেন। দ্য সিড চ্যারিটি ( The Seed Charity) নামের দাতব্য  সংগঠনটি বিশুদ্ধ পানি ও খাবার এবং বাসস্থান সহ মানব কল্যাণে কাজ করে থাকে।
বিশ্বের বিভিন্ন শ্রেণির পেশার অসহায় মানুষের কল্যাণে কাজ করে-করে দিনদিন সুনাম বৃদ্ধি করছে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে। সকলের আন্তরিক সহায়তা ও সহযোগিতায় এটি সম্ভব হচ্ছে। খোদা ভীতি, তাকওয়াপূর্ণ আমল ও নেক উদ্দেশ্য অর্জনের পথে এই সংগঠনে সংশ্লিষ্ট সবাই ধর্মপ্রাণ,  মানবিক ও জবাবদিহিতা মূলক মনোভাব নিয়ে কাজ করছেন।
দাতা মানুষের সহায়তা ও সহযোগিতার অর্থ দিয়ে মানুষের কল্যাণে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে যারা ট্রাস্টের সাথে সর্বদাই জড়িত তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে উক্ত সংগঠন।
বিভিন্ন কর্মসূচি ও প্রজেক্ট বাস্তবায়নে দানশীল ব্যাক্তিদের কাছে সহযোগিতা কামনা করেন ট্রাস্টের পরিচালকবৃন্দ। ১ টি ডলার করে দিয়ে ট্রাস্টের নির্দিষ্ট ব্যাংক একাউন্টে আপনি শরিক হতে পারেন। ট্রাস্টের চ্যারিটি নং, তথ্য জানার ফোন নং সহ সকল বৈধতার নিশ্চয়তা রয়েছে।
মানবতার কল্যাণে এগিয়ে আসতে নিম্নে  তথ্যগুলো দেওয়া হল।
(please donate generously)
Ar- Rahman education Trust.
BARCLAYS BANK
Sort code: 20.55.62
Ac No: 00790605
Info: 07476136772

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

April 2024
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..