সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের তিতাস আবাসিক হোটেল থেকে ১০ নারী-পুরুষকে আটক করেছে সিলেট মহানগর ডিবি পুলিশ। এখনও ধরাছোয়ার বাহিরে উত্তর সুরমার মেঘনা আবাসিকের সুন্দর আলী। নগরীর জনগুরুত্বপূর্ণ এলাকা সুরমা মার্কেটের সামন দিয়ে ভিআইপিসহ সকল শ্রেণী পেশার কর্মকর্তা যাতায়াত করেন। সেই সুরমা মার্কেটে গড়ে উঠেছে সুন্দর আলীর মেঘনা নামক বিশাল পতিতালয়। মাঝে-মধ্যে মহানগরর গোয়েন্ধা পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালালে শত শত লোক রাস্তা দা্ঁড়িয়ে মজা নেন। এমনকি মেয়েরা বিল্ডিংয়ের তৃতীয় তলার উপর দিয়ে দৌড়া-দৌড়ি করেন তখন মানুষজন স্থানীয় প্রশাসনকে নিয়ে বাজে মন্তব্য করেন। অভিযানে দুই একজন আটক হলেও সাথে সাথে আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন। কিন্ত মূলহোতা সুন্দর আলী রয়ে যায় ধরাছোয়ার বাহিরে। যার ফলে শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় তার অসমাজিকতার ব্যবসা।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮র দিকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের তিতাস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ৭জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জের মোকসেদপুর ফতেহপট্টি কুদ্দুস শেখের ছেলে ইমরান শেখ (১৮), সিলেটের বালাগঞ্জের কীত্তজালালপুর মৃত তাজুল্লাহ শামসুল মিয়া (২৬), মৌলভীবাজারের বড়লেখার আজমীর গ্রামের মস্তকিন আলীর ছেলে ময়না আহমদ (২৫), ফরিদপুর জেলার পইলেন পট্টি গ্রামের মোশাররফ হোসেনের ছেলে আসাদ শেখ (২৪), দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সোনারগাঁও গ্রামের মৃত আম্বর আলীর ছেলে মো.কুটি মিয়া (৪২), সুনামগঞ্জের শাল্লা থানার গোপালপুর চাকুয়া গ্রামের মৃত রসময় দাসের ছেলে সজিব দাস (২৬), রংপুরের গংগাছোরা থানার গদুঘন্টা গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল মিয়া (২২), জামালগঞ্জের মাদারগঞ্জের রামচন্দ্র পুর গ্রামের আবুল হাসেমের মেয়ে শারমিন (২৫), বরিশালের চর খালেখা গ্রামের হেলাল খলিফার মেয়ে পারভিন আক্তার লিজা (২৬), রাজশাহী মোহনপুর থানার গ্রামের পাকুরিয়া গ্রামের আলমাস হোসেনের মেয়ে শ্যামলী খাতুন (২৬)।
এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১০ নারী-পুরুষকে আটক করা হয়। আটটকৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd